ভারতের কর্নাটক রাজ্যে নাটকের মহড়ায় গলায় ফাঁস দেওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে সঞ্জয় গৌড়া নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটকে অভিনয় করছিল সঞ্জয়।
দ্যা ইণ্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ বছর বয়সি মৃত কিশোর কর্নাটকের কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র। আগামী সপ্তাহে সঞ্জয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল।
পরিবার ও পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়িতে একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ধারনা করা হচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় ওই কিশোরের বাড়িতে আর কোনো সদস্য ছিলেন না। বাড়ি ফিরে তারা মৃতদেহ দেখতে পান।
আরও পড়ুন: সূচি বদল, ১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা
ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এদিকে এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।
এরআগে ২০২০ সালেও ভগৎ সিংহের নাটকে অভিনয় করতে গিয়ে একইভাবে মৃত্যু হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ১২ বছর বয়সি কিশোর প্রিয়াংশ মালব্যের।
একাত্তর/আরবিএস