সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

নাটকের মহড়ায় গলায় ফাঁস, কর্নাটকে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৫:১৩ পিএম

ভারতের কর্নাটক রাজ্যে নাটকের মহড়ায় গলায় ফাঁস দেওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে সঞ্জয় গৌড়া নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটকে অভিনয় করছিল সঞ্জয়।

দ্যা ইণ্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ বছর বয়সি মৃত কিশোর কর্নাটকের কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র। আগামী সপ্তাহে সঞ্জয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। 

পরিবার ও পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়িতে একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ধারনা করা হচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় ওই কিশোরের বাড়িতে আর কোনো সদস্য ছিলেন না। বাড়ি ফিরে তারা মৃতদেহ দেখতে পান। 

আরও পড়ুন: সূচি বদল, ১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা

ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।  

এরআগে ২০২০ সালেও ভগৎ সিংহের নাটকে অভিনয় করতে গিয়ে একইভাবে মৃত্যু হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ১২ বছর বয়সি কিশোর প্রিয়াংশ মালব্যের।


একাত্তর/আরবিএস  

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ভারতের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
ভারতীয় হিন্দু পূরাণে মৃত ব্যক্তিদের নিয়ে নানা ধরনের উপকথা রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে, মৃত ব্যক্তির আত্মা ঘোরাফেরা করে এবং মাঝেমধ্যে আত্মারা প্রিয়জনদের সঙ্গে দেখাও করতে আসেন।
অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত