সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

দমন নীতি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত: ওয়াং ই

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৮:৫১ পিএম

চীনকে দমন করার নীতি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন বাধা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার এক ফোনালাপে মিলিত হন। তারা মূলত দু’দেশের বর্তমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ জাতীয় কংগ্রেসে পার্টি ও জনগণের অভিন্ন আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। চীন বিশ্বের শান্তি সুরক্ষা করতে, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার কূটনীতি মেনে চলতে, এবং বৈদেশিক উন্মুক্তকরণের মৌলিক নীতি মেনে চলতে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, চীন নিজস্ব বৈশিষ্ট্যময় আধুনিকতা দিয়ে সমস্ত মানবজাতির উন্নয়ন ত্বরান্বিত করবে এবং বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। এটি হবে অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে বড় স্থিতিশীলতার দৃষ্টান্ত। 

চীনের দেশীয় ও বৈদেশিক নীতি প্রকাশ্য ও স্বচ্ছ উল্লেখ করে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকারের চীনকে জানতে চায়, তাহলে ভালোভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদন পড়তে হবে। 

ওয়াং বলেন, চীন-মার্কিন সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনা কেবল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ স্বার্থেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থেই জরুরি। যুক্তরাষ্ট্রের উচিত চীনকে দমন করার নীতি থেকে সরে আসা এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন বাধা সৃষ্টি না-করা।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে: কাদের

এ সময় ব্লিঙ্কেন বলেন, বিশ্ব যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা দেখতে চায়। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা চালিয়ে যেতে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক।

এদিন ইউক্রেন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। উভয় দেশই এ যুদ্ধ বন্ধে নিজেদের অবস্থান তুলে ধরে।

চলতি বছরের শুরু থেকেই তাইওয়ান এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এরইমধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হলো। 


একাত্তর/আরবিএস  

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত