বিভিন্ন দেশে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের জন্য নতুন নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গ্রিক বর্ণমালার বিভিন্ন বর্ণ দিয়ে এ নামকরণ করা হয়েছে।
সোমবার (৩১ মে) সংস্থাটি এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের 'বি.১.৬১৭.২' ধরনকে 'ডেল্টা ভ্যারিয়েন্ট' নাম দিয়েছে বিশ্ব সংস্থাটি। একইসাথে আরও কয়েকটি ধরনেরও নাম ঘোষণা করা হয়েছে।
ডব্লিউএইচও'র ঘোষণা অনুসারে, ব্রিটেনে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে 'আলফা', দক্ষিণ আমেরিকায় শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে 'বেটা', ব্রাজিলে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে 'গামা' এবং ভারতে শনাক্ত হওয়া 'বি.১.৬১৭.১' ভ্যারিয়েন্টকে 'কাপ্পা' নামকরণ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নতুন নামগুলো ব্যাপক আলোচনা ও সম্ভাব্য নামকরণ ব্যবস্থার পর্যালোচনা করে ঠিক করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছালো ফাইজারের টিকা
এ প্রসঙ্গে ডব্লিউএইচও'র কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান ডক্টর মারিয়া ভ্যান কেরখোভ জানান, বৈজ্ঞানিক নামগুলো উচ্চারণে কঠিন হওয়ায় ভ্যারিয়েন্টগুলোকে প্রথম শনাক্ত হওয়ার দেশের নামে ডাকা হতো, যা ওই দেশের প্রতি কালিমা লেপন বা বৈষম্যের সৃষ্টি করতে পারে। সেটি রোধ করতেই নতুন এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে এই নামগুলো প্রচলিত বৈজ্ঞানিক নামের জায়গা নেবে না বলেও জানানো হয়েছে। গবেষণায় বৈজ্ঞানিক নামগুলোই ব্যবহার করা হবে।
বিজ্ঞানীরা ভারতে শনাক্ত হওয়া ধরনের বৈজ্ঞানিক নাম দিয়েছিলেন 'বি.১.৬১৭.২'। তবে সম্প্রতি এই ধরনটি বিশ্বব্যাপী 'ভারতীয় ভ্যারিয়েন্ট' হিসেবে পরিচিতি পাওয়ায় ব্যাপক আপত্তি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব পোস্টে 'ভারতীয় ভ্যারিয়েন্ট' লেখা আছে সেগুলো বাদ দিতেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষকে বলেছিল ভারত সরকার।
একাত্তর/এসজে