সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

ভারতে তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা: গবেষণা

আপডেট : ০২ জুন ২০২১, ০৬:৫০ পিএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এরমধ্যেই দেশটির এক গবেষণা সংস্থা নতুন ভয় ছড়িয়েছে। তাদের দাবি, শীঘ্রই ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ, যা চলবে প্রায় একশ’ দিন।

এসবিআই ইকোর‌্যাপরের করা একটি স্বাস্থ্য সমীক্ষা বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হতে পারে শিশুরা।

তবে শিশু চিকিৎসকরা বলছেন, এতে শঙ্কিত হওয়ার কারণ নেই, সতর্ক থাকলেই হবে।

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়াবহ হবে তৃতীয় ঢেউ। মানুষকে প্রস্তুত থাকতে হবে।

বিশ্বের কয়েকটি দেশে ৯৮ দিন ধরে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর দ্বিতীয় ঢেউ চলেছে ১০৮ দিন ধরে। সেই হিসেবে ভারতের তৃতীয় ঢেউ ৯৮ দিন চলবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিশুদের আক্রান্ত হওয়া নিয়ে দেশটির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কড়া নজর রাখা হচ্ছে করোনার ক্রমশ বদলানো চরিত্রের দিকে। শিশুদের শরীরে কী প্রভাব পড়ছে, তা দেখা হচ্ছে। কীভাবে এর মোকাবিলা করা সম্ভব, তারও গবেষণা চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিশুরা উপসর্গহীন। তবে হালকা জ্বর বা নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় করোনা আক্রান্ত হওয়ার ৬ সপ্তাহ পরে জ্বর আসছে, সঙ্গে থাকছে বমি ও গায়ে র‌্যাশের মতো ঘটনা।

এদিকে, গত সোমবার ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে দেড় লাখের নিচে। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আবারও বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন।

সোমবার করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭৯৫ জনের। তবে ২৪ ঘণ্টা পর সেই সংখ্যাও বেড়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ২০ লাখ ১৯ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১ লাখ ৩২ হাজারের বেশি পজিটিভ।

আরও পড়ুন: টিকা রপ্তানি নিষেধাজ্ঞায় ৯১ দেশকে বিপদে ফেলেছে ভারত

আমেরিকার পর ভারতই প্রথম যেখানে করোনা সংক্রমণের সংখ্যা ২৫ মিলিয়ন পার করে। ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২।


একাত্তর/আরএ

রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
জার্মানিতে সীমান্ত নিয়ন্ত্রণ আরো ছয় মাস বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় হতে আজুগড়া জামাত মোড় পর্যন্ত ওয়াপদা সংরক্ষণ বাঁধের ওপর নির্মিত ক্ষত-বিক্ষত আঞ্চলিক সড়কটি এখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের ‘গলার কাঁটা’...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত