সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

ইলনকে নিয়ে রিপোর্ট করা সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

টুইটারের মালিক ও মার্কিন ধনকুবেরকে নিয়ে সমালোচনার পর বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় গভীর রাতে সাংবাদিকদের পুরানো সব টুইটও মুছে ফেলা হয়।

এ সাংবাদিকদের তালিকায় রয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্টারসেপ্ট এবং ভয়েস অফ আমেরিকার সাংবাদিক।

টুইটারের মুখপাত্র প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেন, নিষেধাজ্ঞাটি ডেটা লাইভ শেয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত। নিষেধাজ্ঞার তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন।

টুইটার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘টুইটারের নিয়ম লঙ্ঘন করে এমন অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে’।

অ্যাকাউন্ট সাসপেনশনের বিষয়ে একটি টুইটের জবাবে মাস্ক বলেন, ডক্সিং নিয়ম সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। টুইটার সম্প্রতি কোনও তথ্য বা পোস্ট শেয়ার করার উপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে, যাকে ডক্সিং বলা হয়। এটি বেশিরভাগই এমন কিছু বিষয় যা ব্যক্তিগত তথ্যের সঙ্গে সম্পর্কিত।

আরও পড়ুন: শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন ইলন মাস্ক

দ্য নিউ ইয়র্ক টাইমস -এর একজন মুখপাত্র বলেন, দ্য নিউ ইয়র্ক টাইমসের রায়ান ম্যাকসহ বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট সাসপেণ্ড করা দুর্ভাগ্যজনক। টাইমস বা রায়ান কেউই কেন এমন ঘটেছে সে সম্পর্কে কোন ব্যাখ্যা পায়নি। আমরা আশা করি যে সমস্ত সাংবাদিকদের অ্যাকাউন্ট সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হবে এবং টুইটার এই পদক্ষেপের জন্য একটি সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করবে।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে চলমান দ্বন্দ্ব ও সম্পর্কের অবনতি নিয়ে তুমুল চর্চা চলছে দেশটির গণমাধ্যমে।
এবার ‘মধ্যমপন্থী ৮০ শতাংশ জনগণকে’ প্রতিনিধিত্ব করতে পারে-এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অকৃতজ্ঞ’ বলেও সমালোচনা করেছেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত