সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

হ্যারি-মেগানের ঘরে এবার এলো কন্যা সন্তান

আপডেট : ০৭ জুন ২০২১, ১১:১৮ এএম

ব্রিটিশ রাজপরিবার ত্যাগ করে আসা প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান দম্পতির কোল জুড়ে এসেছে দ্বিতীয় সন্তান। শুক্রবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মেগান। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।

ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগান এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে একটি ফুটফুটে মেয়ে হয়েছে তাঁদের। প্রায় সাড়ে তিন কিলোগ্রাম ওজনের শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

কন্যা সন্তানের নামকরণ সম্পর্কে হ্যারি-মেগান দম্পতি জানিয়েছেন, হ্যারির প্রমাতামহের ডাক নামের মতোই মেয়েকে ‘লিলি’ বলে ডাকা হবে। সেই সঙ্গে ওয়েলসের প্রয়াত রাজকুমারী এবং হ্যারির মায়ের নামও জুড়ে দেওয়া হয়েছে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে।

বাকিংহাম প্রসাদ এক বিবৃতিতে জানিয়েছে, হ্যারি-মেগান দম্পতির দ্বিতীয় সন্তান জন্মের খবর রানী দ্বিতীয় এলিজাবেথকে জানানো হয়েছে এবং এই খবরে তিনি খুশি হয়েছেন।

হ্যারি-মেগান দম্পতি তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে আরো জানিয়েছেন, তাদের কন্যা সন্তান বর্তমানে বাসায় আছেন এবং ধীরে ধীরে বেড়ে উঠছে।

নতুন অতিথির প্রতি শুরু থেকেই গোটা বিশ্ব থেকে আসা লাখো কোটি শুভেচ্ছা ও ভালোবাসায় তারা মুগ্ধ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২০১৮ সালের ১৯ মে হ্যারি-মেগানের বিয়ে হয়। পরের বছর ৬ মে তাঁদের প্রথম সন্তান আর্চির জন্ম হয়। ছেলের পর এ বার মেয়ে হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত হ্যারি-মেগান।

তাঁরা লিখেছেন, “যেমনটা ভেবেছিলাম, আমাদের সন্তান সেই কল্পনারও অতীত। আপনাদের সকলের ভালবাসা এবং প্রার্থনার জন্য চিরকৃতজ্ঞ”।

এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যারি-মেগান দম্পতিকে ‘অসংখ্য অভিবাদন’ জানিয়েছেন এবং নতুন অতিথির সুন্দর জীবন কামনা করেছেন।

একাত্তর/ আর আর

কথায় আছে- রাখে আল্লাহ মারে কে। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের এক যাত্রীর অলৌকিকভাবে বেঁচে যাওয়া যেন এই কথার প্রমাণ। ভাগ্যহত ফ্লাইটটির সব আরোহী মৃত্যুর খবর আসার কিছুক্ষণ পরেই...
ইরানজুড়ে গত কয়েক ঘণ্টা ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহর ও স্থানে শুক্রবার (১৩ জুন) পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলার ইরানের পরমাণু কর্মসূচিকে...
ভারতের গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের একদিন না পেরোতেই এবার বোমাতঙ্কে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। 
জবাবে দখলদার রাষ্ট্রটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শতাধিক ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। 
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত