ব্রিটিশ রাজপরিবার ত্যাগ করে আসা প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান
দম্পতির কোল জুড়ে এসেছে দ্বিতীয় সন্তান। শুক্রবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন
মেগান। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগান এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে একটি ফুটফুটে মেয়ে হয়েছে তাঁদের। প্রায় সাড়ে তিন কিলোগ্রাম ওজনের শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।
কন্যা সন্তানের নামকরণ সম্পর্কে হ্যারি-মেগান দম্পতি জানিয়েছেন, হ্যারির প্রমাতামহের ডাক নামের মতোই মেয়েকে ‘লিলি’ বলে ডাকা হবে। সেই সঙ্গে ওয়েলসের প্রয়াত রাজকুমারী এবং হ্যারির মায়ের নামও জুড়ে দেওয়া হয়েছে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে।
বাকিংহাম প্রসাদ এক বিবৃতিতে জানিয়েছে, হ্যারি-মেগান দম্পতির দ্বিতীয় সন্তান জন্মের খবর রানী দ্বিতীয় এলিজাবেথকে জানানো হয়েছে এবং এই খবরে তিনি খুশি হয়েছেন।
হ্যারি-মেগান দম্পতি তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে আরো জানিয়েছেন, তাদের কন্যা সন্তান বর্তমানে বাসায় আছেন এবং ধীরে ধীরে বেড়ে উঠছে।
নতুন অতিথির প্রতি শুরু থেকেই গোটা বিশ্ব থেকে আসা লাখো কোটি শুভেচ্ছা ও ভালোবাসায় তারা মুগ্ধ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২০১৮ সালের ১৯ মে হ্যারি-মেগানের বিয়ে হয়। পরের বছর ৬ মে তাঁদের প্রথম সন্তান আর্চির জন্ম হয়। ছেলের পর এ বার মেয়ে হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত হ্যারি-মেগান।
তাঁরা লিখেছেন, “যেমনটা ভেবেছিলাম, আমাদের সন্তান সেই কল্পনারও অতীত। আপনাদের সকলের ভালবাসা এবং প্রার্থনার জন্য চিরকৃতজ্ঞ”।
এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যারি-মেগান দম্পতিকে ‘অসংখ্য অভিবাদন’ জানিয়েছেন এবং নতুন অতিথির সুন্দর জীবন কামনা করেছেন।
একাত্তর/ আর আর