ভারতে করোনা মহামারির তৃতীয় ঢেউ আছড়ে পরলে তাতে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। তাই এবার রাজধানী নয়াদিল্লিতে শিশুদের ওপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। আজ সোমবার (৭ জুন) থেকে এই কার্যক্রম শুরু হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রায়ালে ২ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোরদের শরীরে কোভ্যাক্সিনের টিকা দেওয়া হবে। গত ১৩ মে এর অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতে এখন কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক-৫ এই তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো কেবল প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত।
বিশ্বে এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশে শিশুদের ওপর সীমিত পরিসরে টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
একাত্তর/এআর