কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে পিকআপ ট্রাক চাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনাটি 'পূর্বপরিকল্পিত' ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
রোববার (৬ জুন) অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি পিকআপ ট্রাক হঠাৎ রাস্তা থেকে ফুটপাতে উঠে যায়। তারপর ফুটপাতে থাকা একটি মুসলিম পরিবারের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরিবারের চার সদস্যের।
পুলিশ এখনও নিহতদের নাম প্রকাশ না করলেও কানাডার সংবাদমাধ্যম লন্ডন ফ্রি প্রেস জানিয়েছে, নিহতদের মধ্যে সৈয়দ আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪) এবং তাদের ১৫ বছর বয়সী কন্যা ইয়ুনাহ আফজাল রয়েছেন। সৈয়দ আফজালের ৭৪ বছর বয়সী মা, তিনিও নিহত হয়েছেন। এখনও তার নাম জানা যায়নি।
এ ঘটনায় ওই পরিবারের নয় বছর বয়সী বালক ফয়েজ আফজাল একমাত্র রক্ষা পেয়েছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ভেলটম্যানের নামে অপরাধের কোনো রেকর্ড নেই বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ জুন) লন্ডন পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার পল রাইট বলেছেন, এই ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, তার প্রমাণ আছে। ঘৃণাজনিত কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে দুই মাস পর দৈনিক শনাক্ত লাখের নিচে, কমেছে মৃত্যু
স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুসলিম বলেই তাদের বেছে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আরও বিস্তারিত জানাবে পুলিশ।
ঘটনার প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো টুইটারে লিখেছেন, এই সংবাদ দেখে তিনি 'আতঙ্কিত'। কোনো সম্প্রদায়ের মধ্যে ইসলামফোবিয়ার কোনো স্থান নেই। এটি ঘৃণ্য, এটি বন্ধ করতে হবে।
অন্টারিও প্রদেশের লন্ডন শহরে প্রায় চার লাখ মানুষ বসবাস করে। তাদের মধ্যে বিশাল সংখ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছে। এই শহরে ইংরেজীর পরে আরবি হলো দ্বিতীয় বৃহত্তম ভাষা।
একাত্তর/আরবিএস