করোনাভাইরাসের ডেলটা ধরনে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৫ শতাংশ বেশি, যুক্তরাজ্যে চালানো এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালের যাওয়ার এই ঝুঁকি দ্বিগুণ হতে পারে বলেও জানিয়েছেন গবেষকরা।
মঙ্গলবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, সোমবার (১৪ জুন) স্কটল্যান্ডের মেডিকেল জার্নাল 'দ্য ল্যানসেটে' এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডে করোনার আলফা ধরনে সংক্রমিত ১৯ হাজার ৫৪৩ জনের মধ্যে ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেলটা ধরনে সংক্রমিত ৭ হাজার ৭২৩ জনের মধ্যে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে মার্কিন ওষুধ কোম্পানি নোভাভ্যাক্স জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে তাদের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর চালানো সমীক্ষায় দেখা গেছে, দুই ডোজ টিকা করোনা সংক্রমণ রোধে প্রায় ১০০ শতাংশ কার্যকারী। এবং একাধিক করোনার নতুন ধরনগুলোর ক্ষেত্রেও এই টিকা ৯৩ শতাংশ সুরক্ষা দেবে।
স্ট্রাহক্লাইড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এপিডোমাইলজির অধ্যাপক ক্রিস রবার্টসন বলেছেন, বেশি বয়সী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। তবে টিকা নেওয়ার ফলে এই ঝুঁকি কমে যায়।
আরও পড়ুন: মিয়ানমারে সু চির বিচার শুরু
তবে টিকার বিষয়টি উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রথম শনাক্ত হওয়া আলফা ধরনের বিরুদ্ধে টিকা যতোটা কার্যকর, ডেলটা ধরনের বিরুদ্ধে তার চেয়ে কম কার্যকর। ডেলটা ধরনের বিরুদ্ধে এক ডোজ টিকার তুলনায় দুই ডোজ টিকা বেশি কার্যকর হয়।
একাত্তর/আরবিএস