সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

ডেলটা ধরনে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৫% বেশি: গবেষণা

আপডেট : ১৫ জুন ২০২১, ০৭:৪৪ পিএম

করোনাভাইরাসের ডেলটা ধরনে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৫ শতাংশ বেশি, যুক্তরাজ্যে চালানো এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালের যাওয়ার এই ঝুঁকি দ্বিগুণ হতে পারে বলেও জানিয়েছেন গবেষকরা।  

মঙ্গলবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, সোমবার (১৪ জুন) স্কটল্যান্ডের মেডিকেল জার্নাল 'দ্য ল্যানসেটে' এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।   

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডে করোনার আলফা ধরনে সংক্রমিত ১৯ হাজার ৫৪৩ জনের মধ্যে ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেলটা ধরনে সংক্রমিত ৭ হাজার ৭২৩ জনের মধ্যে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে মার্কিন ওষুধ কোম্পানি নোভাভ্যাক্স জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে তাদের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর চালানো সমীক্ষায় দেখা গেছে, দুই ডোজ টিকা করোনা সংক্রমণ রোধে প্রায় ১০০ শতাংশ কার্যকারী। এবং একাধিক করোনার নতুন ধরনগুলোর ক্ষেত্রেও এই টিকা ৯৩ শতাংশ সুরক্ষা দেবে। 

স্ট্রাহক্লাইড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এপিডোমাইলজির অধ্যাপক ক্রিস রবার্টসন বলেছেন, বেশি বয়সী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা করোনার ডেলটা ধরনে সংক্রমিত হলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। তবে টিকা নেওয়ার ফলে এই ঝুঁকি কমে যায়।

আরও পড়ুন: মিয়ানমারে সু চির বিচার শুরু

তবে টিকার বিষয়টি উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রথম শনাক্ত হওয়া আলফা ধরনের বিরুদ্ধে টিকা যতোটা কার্যকর, ডেলটা ধরনের বিরুদ্ধে তার চেয়ে কম কার্যকর। ডেলটা ধরনের বিরুদ্ধে এক ডোজ টিকার তুলনায় দুই ডোজ টিকা বেশি কার্যকর হয়।


একাত্তর/আরবিএস  

আশা করা হচ্ছে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেবেন। তার দেশ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য...
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ারসার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর সময় পায় বান্ডিল বান্ডিল টাকা। পুলিশও সেখানে ছিলো। এই খবর সামনে আসার পরই ভারতজুড়ে...
পাকিস্তানের অনলাইন মিডিয়া চ্যানেল ‘রাফতার’র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ফারহান মল্লিককে রাষ্ট্রদ্রোহী পোস্ট ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার আদালতে তোলা হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) ২০২৪ সালকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসাবে অভিহিত করেছে।
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য,...
সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত