ভারতে করোনার ডেলটা ধরনটির রুপান্তরিত (মিউটেড) হয়ে তৈরি হয়েছে আরও সংক্রামক 'ডেলটা প্লাস' বা AY.1 ধরন। তবে দেশটিতে এই ধরনের সংক্রমণ এখনও সেভাবে ছড়ায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভারতে এখন পর্যন্ত ছয় জনের শরীরে এই ধরন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইণ্ডিয়া জানিয়েছে, ডেল্টা প্লাস এখনও উদ্বেগের বিষয় নয় এবং এটির অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে।
ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রান্সফরমিং ইণ্ডিয়ার কর্মকর্তা ড. ভি কে পল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ডেলটা প্লাস ধরনটি এখন আগ্রহের বিষয়। এখনও এই ধরনটি বিপদজনক হিসেবে ধরা হচ্ছে না। আরও পর্যবেক্ষণ করা ও বিষয়টি বোঝার চেষ্টা চলছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরাও ডেলটা প্লাস নিয়ে এখনই চিন্তার কোনো কারণ দেখছেন না। তবে ডেলটার রুপান্তর নিয়ে আগেভাগে পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন তারা। কারণ ভারত, যুক্তরাজ্য ছাড়াও বহু দেশে এই এই ধরন শনাক্ত হয়েছে।
এরইমধ্যে যুক্তরাজ্যে ৬৩ জন ও যুক্তরাষ্ট্রে ১৪ জনের শরীরে ডেলটা প্লাস ধরনটি পাওয়া গেছে। এছাড়াও কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, রাশিয়াতে এই ধরনে আক্রান্ত এদকাধিক রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ডেলটা ধরনে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৫% বেশি: গবেষণা
এদিকে ভারতে কমেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১। কমেছে মৃত্যুর সংখ্যাও, পাঁচদিন পর দেশটিতে দৈনিক মৃত্যু নেমেছে তিন হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭২৬ জনের। এ নিয়ে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৩১ জনের।
একাত্তর/আরবিএস