ভুটানে ভারী বর্ষণ সৃষ্ট আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। এদিকে প্রতিবেশী নেপালে বন্যায় সাতজন নিখোঁজ রয়েছেন।
বুধাবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে লায়া শহরের নিকটবর্তী একটি অঞ্চলে এ ঘটনা ঘটে।
ওষুধ তৈরিতে ব্যবহৃত 'কর্ডিসেপস' ছত্রাক সংগ্রহ করতে ওই অঞ্চলে যান একদল গ্রামবাসী। রাতে দুটি পাহাড়ের মাঝে একটি স্রোতধারারে তাঁবু গেড়েছিলেন তারা। মধ্যরাতে আকস্মিক বন্যা তাদের ভাসিয়ে নিয়ে যায়।
এক বিবৃতিতে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন,পার্বত্যাঞ্চল ছত্রাক সংগ্রাহকদের একটি দল যে শোচনীয় ঘটনার শিকার হয়েছেন, তা শোনার পর আমাদের মন ভারাক্রান্ত হয়ে আছে।
এরইমধ্যে ভুটানের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানিয়েছে দেশটি। আহতদের সরিয়ে আনতে দুটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে।
প্রতি বছর ভুটান ও প্রতিবেশী নেপালের গ্রামবাসীরা 'কর্ডিসেপস' ছত্রাক সংগ্রহ করতে পার্বত্যাঞ্চলের তৃণভূমিতে যান। তাদের ধারণা, এই ছত্রাক মানব স্বাস্থ্যের জন্য অত্যান্ত উপকারী।
আরও পড়ুন: প্রমোশন পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীরা
এদিকে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানিয়েছেন, চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী সিন্ধুপালচক জেলায় রাতভর বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সাতজন নিখোঁজ হয়েছেন। বন্যায় বহু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
একাত্তর/আরবিএস