সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

৪০০ সেকেন্ডেই তেল আবিব, ইসরাইলকে ইরানের হুমকি

আপডেট : ১০ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম

৪০০ সেকেন্ডে তেল আবিব! অর্থাৎ ইসরাইলকে সরাসরি হুমকি ইরানের। নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইলের ছবিসহ এমন বার্তাই ঝুলছে রাজধানী তেহরানে। 

ফারসি এবং হিব্রু দুই ভাষাতেই লেখা এমন বার্তা। যদিও ইসরাইল বলছে, ইরানের যে কোনো হুমকি মোকাবেলায় সব সময়ই প্রস্তুত তেল আবিব। সেই সক্ষমতাও আছে তাদের। 

মঙ্গলবার নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল উন্মোচন করে ইরান। বলা হচ্ছে শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুতগতিতে ১৪শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ফাত্তাহ। 

ফাঁকি দিতে সক্ষম ইসরাইলের আয়রন ডোম, যুক্তরাষ্ট্রের অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থা। 

তবে ইরান জানাচ্ছে, ইসরাইলের যে কোনো জায়গায় হামলা চালাতে পারে ফাত্তাহ। কোন ধরনের প্রতিরক্ষা দিয়ে ফাত্তাহকে ঠেকানো যাবে না। পরমাণূ বোমা বহনেও সক্ষম মিসাইলটি। 

উদ্বোধনী ভাষণে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেন, মাত্র ৪০০ সেকেন্ডে তেলআবিব পৌঁছাতে পারবে ফাত্তাহ মিসাইল। 

২০২২ সালের নভেম্বরে হাইপারসসিক মিসাইলের সফল পরীক্ষার পরও এমন হুমকি দেয় ইরান। যা বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উড়তে পারে। 

বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পর্কিত গণমাধ্যম সুবহে সাদিকও হুমকি দিয়েছে সাড়ে ছয় মিনিটের মধ্যে ইসরাইলে পৌঁছাতে পারে ফাত্তাহ।

ফাত্তাহ উন্মোচনের পরদিনই তেহরানে শোভা পাচ্ছে বিশাল বিলবোর্ড। যাতে ফারসি এবং হিব্রু ভাষায় লেখা ৪০০ সেকেন্ডে তেলআবিব। স্পষ্টত ইসরাইলকে সতর্ক করেই এমন বার্তা। 

ইরানের কেরমানশাহ প্রদেশ থেকে তেলআবিবের দুরত্ব এক হাজার কিলোমিটার। ফাত্তাহর দৌঁড় ১,৪০০ কিলোমিটার পর্যন্ত। ফাত্তাহকে বিশ্বের অনন্য মিসাইলও আখ্যা দেন আমির হাজিজাদেহ।

ইসরাইলের বিশেষজ্ঞদের ধারণা, ইরান এখনো সম্পূর্ণভাবে হাইপাসনিক মিসাইল তৈরি করতে পারেনি। যদি সফলভাবে তৈরি করেই ফেলে, তাহলে সেটি ইসরাইলের জন্য বড় হুমকি।

আরও পড়ুন: বিশ্বে প্রতি ২২ জনে একজন সংঘাত ও দুর্যোগ পীড়িত: জাতিসংঘ 

তাদের ধারণা, রাশিয়া ইরানকে হাইপারসনিকের প্রযুক্তি দিয়ে থাকতে পারে। তারা সতর্ক করেন, ইরানের অগ্রগতিতে রাশিয়ার সহযোগিতা তেহরানের সক্ষমতা বাড়াবে, বিপদে ফেলবে তাদের। 

তবে ইরানের দাবি উড়িয়ে দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। তিনি বলেন, এ ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবেলায় ইসরাইল সর্বদা প্রস্তুত। 

তিনি বলেন, ভূমিতে, আকাশে, জলসীমায়, যে কোনো দিক থেকে প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক যে কোনো উপায়ে তাদের মিসাইল-পরমাণু যে কোনো অস্ত্রের বিরুদ্ধে যথাযথ জবাব দেয়া হবে।


একাত্তর/আরবিএস  

ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।
দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, অন্তত ২৮১ জন আহত হয়েছে।
কাশ্মীরে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলায় শোকের ছায়া নেমে এসেছে ভারতজুড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা আর স্তম্ভিত পর্যটনপ্রেমীরা। আতঙ্ক কাটেনি প্রত্যক্ষদর্শীদের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত