যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে একটি শহরতলির এক বাড়িতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তদন্তে জানা গেছে, একজন সন্দেহভাজন ওই বাড়িতে ফ্লেয়ার বন্দুকের গুলি ছুঁড়েছিল।
আর্লিংটন কাউন্টি পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি বাড়ির ভেতরে ফ্লেয়ার বন্দুকের কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে করে বাড়ির ভেতরে আগুন ধরে যায়।
বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।