জায়নবাদী ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে আরও কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
রোববার এক বিবৃততে আইআরজিসি প্রধান বলেছেন, ইসরাইলে চালানো প্রতিশোধমূলক হামলা ইরানের প্রত্যাশার চেয়েও বেশি সফল। ইরান তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে।
তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই তার অতীত আচরণ বন্ধ করতে হবে এবং এই হামলা থেকে তাকে শিক্ষা নিতে হবে। যদি ইসরাইল কোনো ধরনের জবাব দেয়ার চেষ্টা করে তাহলে ইসরাইলের বিরুদ্ধে হামলা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে আরও অনেক বেশি কঠোর।
জেনারেল সালামি বলেন, এখন থেকে বিশ্বের কোথাও আমাদের স্বার্থ, আমাদের সম্পদ, আমাদের কর্মকর্তা কিংবা নাগরিকদের বিরুদ্ধে ইসরাইল যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ভূখণ্ড থেকে পাল্টা হামলা চালাবো।
এদিকে এ হামলার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অপারেশন ট্রু প্রোমিজের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী শত্রুকে একটি পাঠ শিখিয়েছে।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইসরাইল পাল্টা হামলা চালালে এবার আরও কঠোর জবাব দেবে তেহরান।
এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে দখলদার বাহিনীর বিমান হামলার জবাবে শনিবার রাতে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের বিভিন্ন বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
তবে বরাবরের মতো এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরাইল।
গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জনকে হত্যা করে ইসরাইল। এ ঘটনার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয়। কনসুলেট ভবনে হামলার ১০ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করল আইআরজিসি।