সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

এবার গোলানে ইসরাইলি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো হিজবুল্লাহ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম

ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ না কাটতেই এবার অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

রোববার সকালের দিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায় বলে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলের নাফাহ, ইয়ার্ডান এবং কিলা সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।

এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরাইল এবং লেবাননের গণমাধ্যমও কোনো তথ্য দেয়নি। 

ইসরাইলের কান টিভির বরাতে পার্সটুডে জানিয়েছে, গোলান মালভূমির কাৎজরিন ইহুদি বসতির কাছে অবস্থিত একটি সামরিক ফাঁড়ি লক্ষ্য করে কমপক্ষে ৩০টি রকেট ছোড়া হয়েছে। এসময় আশপাশের এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়। 

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইল সম্প্রতি দক্ষিণ লেবাননে যে হামলা চালিয়েছে তার জবাবে এই রকেট হামলা চালানো হয়। 

এদিকে শনিবার সকালেও থেকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তরাংশে আপার গ্যালিলিতে একঝাঁক রকেট দিয়ে হামলা চালায় বলে জানা গেছে।  

এর আগে গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। ওই হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৩ জন নিহত হন। জবাবে রোববার ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এ মিশনের নাম দেয়া হয়েছে ‘ট্রু প্রোমিজ’ বা ‘সত্য প্রতিশ্রুতি'।

ইরানের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে এমন আশঙ্কাও করেছিলেন অনেকে।

 হামলার পরপরই এর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহবান জানিয়েছেন তিনি। পাশাপাশি ইরানে পাল্টা হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে বলেও জানান জো।   

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে ইসরাইলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইরানের স্বার্থে আঘাত হানার যেকোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ‘নিষ্পত্তিমূলক ও অনুশোচনা সৃষ্টিকারী’ হামলা চালানো হবে।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
গাজায় খাদ্য সংকটের কারণে হতাশাগ্রস্ত পরিবারগুলো প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে। এসব কচ্ছপ খোসা ছাড়ানোর পর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ‘বাতিল’ করতে হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। 
যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে ‘গঠনমূলক’ আলোচনা করেছে এবং উভয় পক্ষই পুনরায় বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো সমঝোতায় না পৌঁছাতে...
‘আর্থনা সামিট-২০২৫’ -এ যোগ দিতে চার দিনের সফরে কাতারের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অর্থ পাচার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। 
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা, স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত