সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

ইরানকে জবাব দেবে ইসরাইল, তবে…

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পিএম

অবশেষে, ইরানি হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধকালীন মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইরানের মিসাইল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন।

এদিকে ইসরাইল হামলা চালালে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান। বলেছে, এখন থেকে ইসরাইলের যে কোন হামলার জবাব মিলবে কয়েক সেকেন্ডের মধ্যে। আর সবগুলো জবাবই হবে কঠিন এবং ইসরাইলের জন্য শিক্ষণীয়। আর কোন ছায়াযুদ্ধ নয়, যা হবে সরাসরি।

ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাতে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার দ্বিতীয়বার যুদ্ধকালীন মন্ত্রিসভা তলব করেন নেতানিয়াহু। ওই সভাতেই ইসরাইলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়া হবে।

তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। বলেছেন, ইসরাইল এখন শুধুই সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কী হবে তা বিবেচনা করছে। ইসরাইলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের জবাব দেয়া হবে। এটা ইসরাইলকে করতেই কবে।

এদিকে ইসরাইলের ওপর হামলার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপ করার আহবান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান। এ অবস্থায় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে ইসরাইল, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন জাতিসংঘ।

অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়। কিন্তু ইসরাইল যদি পাল্টা হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে আরও জোরালো জবাব দেওয়া হবে।

ইরাকি উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না। তবে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করা অব্যাহত রাখবে । তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না।

এদিকে ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইরানের হামলাকে আগ্রাসন হিসাবে উল্লেখ করলেও, এই দুই দেশই মনে করে পাল্টা হামলা হলে তা গোটা বিশ্বে নতুন সংকট তৈরি করবে।

এআর
ইরানের রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে নারীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। নারীদের হিজাব পরতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপও ব্যবহার করা...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা "সব রকমের সম্ভাবনার" জন্য প্রস্তুত এবং "উচ্চ সতর্কতা" বজায় রেখেছে।
ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের একটি গ্রাম থেকে ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরাইল।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত