সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

ক্ষুদ্র কাতার যেভাবে হলো বিস্ময়কর অর্থনৈতিক শক্তি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পিএম

উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার বিশ্বের এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি। বিশ্বের ৪০টি দেশে কাতার ৪০০ বিলিয়ন ডলার বা ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। যা বাংলাদেশের বৈদেশিক রিজার্ভের দশগুণ। এছাড়া বাংলাদেশে আড়াই দশকে কাতারের পণ্য রপ্তানি বেড়ে পৌনে তিনশ কোটি ডলারে গিয়ে পৌঁছেছে।

চলতি বছরেও উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় আছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে কাতার সরকারের আর্থিক বিনিয়োগ।

স্বাধীনতার মাত্র ৫০ বছরে কীভাবে এত অসাধ্য সাধন করল কাতার। কীভাবে কাতার এলো বিশ্বের ধনী দেশের তালিকায়? 

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ প্রাকৃতিক সম্পদ। এই পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসই হল কাতারের অর্থনীতির ভিত্তি। এ থেকে আসে মোট সরকারী রাজস্বের ৭০ ভাগের বেশি, মোট দেশীজ উৎপাদনের ৬০ ভাগের বেশি এবং রপ্তানি আয়ের প্রায় ৮৫ ভাগ। বিশ্বের তৃতীয় বৃহত্তম রিজার্ভ নিয়ে বিশ্বে প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক কাতার।

বিশ্বের ৪০টি দেশে কাতার ৪০০ বিলিয়ন ডলার বা ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এই অর্থ বাংলাদেশের বর্তমান বৈদেশিক রিজার্ভের দশগুণ। শুধু যুক্তরাজ্যেই কাতারের বিনিয়োগ ৫৩ বিলিয়ন ডলার।

গালফ অঞ্চলের দেশ কাতারে ২০০০ সালে বাংলাদেশ থেকে বেশি রফতানি হয় বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ আরো কিছু পণ্য। তবে আয় বেশি নয়। উলটো দিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়া সারের মতো পণ্যে ভর করে বাংলাদেশে কাতারের পণ্য রপ্তানি বেড়ে পৌনে তিনশ কোটি ডলারে পৌঁছেছে। 

বিপরীতে দেশটিতে বিভিন্ন পণ্য ও সেবা রফতানি করে বাংলাদেশের আয় ৯ কোটি ডলারের মতো।

তবে কাতারে এখন ৪ লাখ বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। সেটি বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ের একটি বড় বাজার।

 

 

এআর
অর্থনীতির গভীর সংযোগ, নিশ্ছিদ্র নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ‘পুরাতন সম্পর্ক শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ও দেশটির রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দলের প্রধান ফ্রিডরিখ মেৎর্স বলেছেন, ‘জার্মানি নিজের রূপে ফিরে আসছে।’
কাতারের সাবেক আমির বা রাষ্ট্র ও সরকারপ্রধান শেখ হামাদ বিন খলিফা আল থানির বড় ছেলে শেখ তামিম বিন হামাদ আল-থানি কাতারের আমির হন ২০১৩ সালে। এই মুহূর্তে থানি পরিবার বিশ্বের সবচেয়ে ধনী রাজবংশ।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট তথা বুন্দেসট্যাগের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত