সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

ইসরাইলের আরও গভীরে হামলা চালালো হিজবুল্লাহ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১২ পিএম

ইরানের মাটিতে হামলা চালিয়ে ভিমরুলের চাকে ঢিল ছুড়ে দেয়া হয়েছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরাইল। দেশটির সঙ্গে দীর্ঘ বৈরিতায় লড়াইয়ের জন্য তেহরান গোটা মধ্যপ্রাচ্যে ও আশপাশে গড়ে তুলেছে প্রক্সি বাহিনী। এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেন হুতি। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাসকে হাত খুলে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে ইরান। এ ছাড়া আরও আছে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী। এই সবগুলো প্রক্সিই গাজা উপত্যকায় হামলার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে দূর থেকেই নিজেদের মতে সশস্ত্র প্রতিবাদ জানিয়ে আসছে। 

কিন্তু ইরানের মাটিতে ইসরাইলের হামলা চালানোর পর এসব প্রক্সি বাহিনীগুলো ইসরাইলের রাতে ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে হিজবুল্লাহকে সামাল দিতে ঘাম ছুঁটে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ভয়ংকর সেনাবাহিনী হিসাবে পরিচিত ইসারাইল ডিফেন্স ফোর্স, সংক্ষেপে আইডিএফ-এর। 

গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকেই ইসরাইলকে লক্ষ্য করে প্রায় প্রতিদিন রকেট, ড্রোন ও মিসাইল হামলা করে আসছিলো হিজবুল্লাহ। কিন্তু, ইরান-ইসরাইল সরাসরি টক্করের পর যেন আরও ক্ষেপে উঠেছে হাসান নাসরুল্লাহর শিষ্যরা। ইসরাইলের প্রতিটি হামলার জবাব দিতে এক ফোঁটা সময়ও নষ্ট করছে না। 

ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে আরও হিজবুল্লাহ। সম্প্রতি ইসরাইলের পাঁচটি ড্রোনকে ধ্বংস করে তেল আবিব সরকার ও সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে হিজবুল্লাহ। বুঝিয়ে দিল ড্রোনসহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে।

এরপরই দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরাইলি হামলার জবাবে, উত্তর ইসরাইলের সেনা সদর দপ্তরে রকেট চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরা জানাচ্ছে, উত্তর ইসরাইলের এক সেনা সদর দপ্তরে ‘কয়েক ডজন’ কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরাইলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা আইন জেইটিম ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা করেছে। ইসরাইলি বাহিনী বলেছে, আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে।

এর রেশ কাটতে না কাটতে, ইসরাইলে গুরুত্বপূর্ণ বন্দর শহর আকরেতে হামলা করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার শহরটির উত্তরে ইসরাইলি সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের দাবি, গাজা যুদ্ধের পর থেকে ইসরাইলি ভূখন্ডে তাদের করা সবচেয়ে সফল হামলা এটি।

৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় প্রায় ২৭০ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং আরও প্রায় ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলাতেও প্রায় এক ডজন ইসরায়েলি সেনা এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হন।

একাত্তর/এসি
ফিলিস্তিনের গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারার অংশ হিসেবে, এবার উপত্যকাটি থেকে অধিবাসীদের স্বেচ্ছায় বের করে দেয়ার প্রস্তুতি নিতে, ইসরাইলি সেনাদর নির্দেশ দিয়েছেন দেশটির...
ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর দাফন ২৩ ফেব্রুয়ারি লেবাননে অনুষ্ঠিত হবে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইয়াল জামিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ।
টানা তৃতীয় দিনের মতো ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের মুখে জেনিনে ঘর-বাড়ি ছাড়ছেন শতশত বাসিন্দা।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত