সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

ভারতের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে বেকারত্ব ইস্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পিএম

ভারতের বড় দুটি রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে ‘বেকারত্বকে’ বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে বিজেপি, যাদের কাছে 'হিন্দুত্ববাদ' সব সময়ই নির্বাচনী বৈতরণী পার হওয়ার একমাত্র হাতিয়ার, তারাও এবার ধর্মীয় রাজনীতির বদলে বেকারত্বকে তোয়াজ করে ইশতেহার দিয়েছে।

রূপকথার দৈত্যের প্রাণভোমরা যেমন সাত সমুদ্রের নিচে কোনো এক রূপার কৌটার মধ্যে আবদ্ধ ছিল, তেমনি বিজেপি–কংগ্রেসের ইশতেহারে বেকারত্ব স্থান পাওয়ার প্রাণভোমরা ছিলো দেশটির লোকনীতি জরিপের ভেতরে।

লোকনীতি জরিপের কেতাবি নাম ‘সেন্টার ফর স্টাডি অব ডেভেলপিং সোসাইটিস’- সংক্ষেপে ‘সিএসডিএস’। জরিপ বলছে, ভারতের ৬২ শতাংশ মানুষ মনে করছেন আগের চেয়ে বর্তমানে চাকরি পাওয়ার বিষয়টি অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

নয়াদিল্লিভিত্তিক এই গবেষণা সংস্থাটি জানিয়েছে, তাদের জরিপে অংশ নেয়া মানুষের মধ্যে ৬৭ শতাংশ মুসলিম, ৫৭ শতাংশ দলিত হিন্দু এবং ৫৯ শতাংশ জনজাতির মানুষ মনে করে, বর্তমানে চাকরি পাওয়া কঠিন। এমনকি উচ্চবিত্ত শ্রেণির ৫৭ শতাংশ মানুষও এর সাথে একমত। 

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, শুধু লোকনীতি জরিপই নয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও–এর বার্ষিক প্রতিবেদনেও বলা হয়েছে, ভারতে বেকারত্ব বেড়েছে এবং মোট বেকারের ৮৩ শতাংশেরই বয়স ত্রিশের কোটা পেরোয়নি।

এসব তথ্য নরেন্দ্র দামোদর দাস মোদির কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। কারণ ২০১৯ সালের লোকনীতি জরিপের ফলাফল বলছে, তখন মাত্র ১১ শতাংশ মানুষ ভোট দেয়ার সময় বেকারত্বকে বিবেচনায় নিতেন। আর এখন সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে।

নির্বাচনের আগে এসব প্রাক–নির্বাচনী জরিপ ভোটের মাঠে বেশ প্রভাব রাখে। এবারের জরিপ বলছে, শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধিকে বেশি আমলে নিচ্ছে। তবে জরিপের বাইরেও কিছু বাস্তবতা রয়েছে। যেমন, কর্ণাটকের নির্বাচনে বিজেপি হেরে গেলেও শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা ঝাঁ চকচকে বেঙ্গালুরুর মানুষেরা কিন্তু মোদির ওপরেই আস্থা রেখেছে। 

বিশ্লেষকেরা বলছেন, এ থেকে বোঝা যায়, হিন্দুত্ববাদ ও সাম্প্রদায়িকতা যতটা মধ্যবিত্ত ও তথাকথিত শহরে ‘আধুনিক’ মানুষদের মধ্যে জারি আছে, মফস্বল বা গ্রামাঞ্চলে ততটা নেই। প্রান্তজনদের কাছে এখনো জীবন ও জীবিকাই বেশি গুরুত্বপূর্ণ। তাই ভোটের আগে বেকারত্ব ও দ্রব্যমূল্যই প্রধান বিষয় হিসেবে দেখছে তারা।

একাত্তর/এসি
ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম...
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দেশটির সবচেয়ে কম বয়সী আইনপ্রণেতা হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। নাম সঞ্জনা জাটভ। বয়স ২৬।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার নির্বাচন শেষ হয়ে এরিমধ্যে নতুন সরকার গঠন করেছেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়া নরেন্দ্র মোদী। আসন কমলেও বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠিত...
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত