জলবায়ু পরিবর্তনের প্রভাব কি এবং কত প্রকার, তা এবার উদাহরণসহ বুঝিয়ে দিতে শুরু করেছে প্রকৃতি। কিছু দিন আগেই মরু আর রুক্ষ আবহাওয়ার শহর রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছিলো। সেটির রেশ কাটতে না কাটতেই এবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো বিশ্বের অন্যতম আধুনিক এই শহরটি।
খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দেশটির রাজধানী আবুধাবিসহ বিভিন্ন শহরে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) বুধবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড়ের জন্য সতর্কতা জারি করেছে। এছাড়াও প্রবল বাতাসের কারণে অনুভূমিক দৃষ্টিসীমা দুই হাজার মিটারের থেকেও কম। এ কারণে গাড়ি চালনায় সতর্কতা জারি করে।
পূর্বাভাসে বলা হয়েছে, ধুলো ও ময়লা বহনকারী উত্তর-পশ্চিমী বাতাস ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে। ধুলোর সঙ্গে ময়লা মিলেই হলুদ কুয়াশার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।