সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

শনির দশায় দুবাই, বন্যার পর ঘন কুয়াশা!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব কি এবং কত প্রকার, তা এবার উদাহরণসহ বুঝিয়ে দিতে শুরু করেছে প্রকৃতি। কিছু দিন আগেই মরু আর রুক্ষ আবহাওয়ার শহর রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছিলো। সেটির রেশ কাটতে না কাটতেই এবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো বিশ্বের অন্যতম আধুনিক এই শহরটি। 

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দেশটির রাজধানী আবুধাবিসহ বিভিন্ন শহরে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) বুধবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড়ের জন্য সতর্কতা জারি করেছে। এছাড়াও প্রবল বাতাসের কারণে অনুভূমিক দৃষ্টিসীমা দুই হাজার মিটারের থেকেও কম। এ কারণে গাড়ি চালনায় সতর্কতা জারি করে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ধুলো ও ময়লা বহনকারী উত্তর-পশ্চিমী বাতাস ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে। ধুলোর সঙ্গে ময়লা মিলেই হলুদ কুয়াশার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

একাত্তর/এসি
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিভিন্ন অপরাধে জেল হাজতে থাকা বন্দীদের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করে দেশের সকল প্রদেশের শাসকগণ ২৯১০ বন্দীকে সাধারণ ক্ষমা ও মুক্তি প্রদান করেন। 
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 
রেকর্ড বৃষ্টিতে বন্যায় ভাসছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইতিহাসে এমন টানা ভারী বর্ষণ আগে কখনও হয়নি। এর ফলে বিশ্বের অন্যতম আধুনিক শহর হিসেবে বিবেচিত দুবাই এখন বিশ্ব সংবাদের শিরোনাম। শহর শুধু...
টানা ভারী বর্ষণে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ার পর ধীরে ধীরে আবারও সচল হতে শুরু করেছে। কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বৃহস্পতিবার আবার শুরু হয়েছে, তবে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত