সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

বিধ্বস্ত ঘর দেখে আরও ভেঙে পড়ছে গাজাবাসী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পিএম

বাড়ি ফেরার চেষ্টায় গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিরা জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নেয়া অঞ্চল থেকে ফিরে যাচ্ছেন নিজেদের এলাকায়। কিন্তু ফিরে এসে নিজেদের তিলে তিলে গড়া বাড়িঘর ধুলোর সাথে মিশে যেতে দেখে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন।

টানা দুইশ’ দিন ধরে অনাহারে, তৃষ্ণায় চরম মানবেতর পরিস্থিতিতে থাকা গাজার ফিলিস্তিনিরা ভীষণ ক্লান্ত। চায় একটুখানি স্বস্তি, এক দণ্ডের শান্তি। গাজা উপত্যকায় ইসরাইলি হামলার ভয়াবহ দুইশ’ দিন অতিক্রম হয়েছে। চরম দু:খ কষ্ট আর দুর্দশায় নাভিশ্বাস উঠেছে সেখানকার বাসিন্দাদের।

তারা বলেন, কে আমাদের বাড়িঘর, স্বপ্ন, স্মৃতি সব ফিরিয়ে দেবে? সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবার কথা, কিন্তু কি দুর্ভাগ্য। আমরা এমনি আগামী কালেরও স্বপ্ন দেখতে পারছি না। বাড়ি ফেরার চেষ্টায় নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি দেখে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন।

তাদের ভাষায়, কিছুদিন আগেই আমার বাড়িতে যখন বোমা হামলা হয় তখন সব ছেড়ে পালাতে বাধ্য হই। ভেবেছিলাম সামরিক অভিযান শেষ হলে ফিরে আসবো। কিন্তু এসে দেখছি পুরো এলাকাই গুড়িয়ে দিয়েছে ওরা। আমাদের সব শেষ হয়ে গেছে। সামনে অনিশ্চিত সময় ও জীবন।

প্রতি মুহূর্তে মৃত্যুভয়, অনাহার, অনিদ্রায় বাস্তুচ্যুত মানুষগুলো ছুটে ছুটে ক্লান্ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা উত্তর গাজার। সেখানে দুর্ভিক্ষ আসন্ন বলে বারবার সতর্ক করছে জাতিসংঘ। গাজাবাসীরা বলছেন, উত্তর গাজার অবস্থা এখনও ভয়াবহ। বাড়িঘর সব শেষ। অসংখ্য বাচ্চা বোমা হামলায় নিহত হয়েছে। এখানে খাবার, আর পানির অভাবে আমরা খুবই কষ্টে আছি। ত্রাণও আসছে না এদিকে।

গাজার উত্তরাঞ্চলে থাকা ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা দিচ্ছে একদল স্বেচ্ছাসেবক। বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে ঠিকই। তারপরও চাহিদার তুলনায় এ খাবার খুবই সামান্য। ফলে কারো ভাগে আধপেটা খাবার জুটছে, তো কেউ থাকছেন অনাহারেই। আর এটাই এখন গাজার প্রতিদিনেন দৃশ্যপট।

এক স্বেচ্ছাসেবক বলেন, বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। এমনকি হাসপাতালে রোগীদেরও খাবার নেই। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই। মাথার ওপর ছাদ নেই কারো। কি করে আরব বিশ্ব এই সবকিছু দেখেও দুইশ দিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে দিচ্ছে। আমাদের জীবনের কি কোনই মূল্য নেই?

গত সপ্তাহেও গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দুর্ভিক্ষ দূর করতে সেখানে দ্রুত বিপুল পরিমাণে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে। এদিকে, গাজাতে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য সেখানকার উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করেছে যুক্তরাষ্ট্র।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই দুই দেশের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নাগরিক দেশদুটি ছেড়ে চলে গেছে।
ভারত সরকারের অপারেশন সিঁদুর বিষয়ে বিরোধী দলের যে অকুণ্ঠ সমর্থন পাওয়া গেছে, ইসরাইল নীতি নিয়ে তেমনটা হলো না। ইসরাইলের বিষয়ে মোদী সরকারের নমনীয় নীতির কঠোর সমালোচনা করছে বিরোধী দল। কিন্তু মোদী কেন...
উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় নদীর পানিপ্রবাহ নিরবচ্ছিন্ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা  কর্মকর্তাদের তিনটি বিষয়ের ওপর জোর দিতে নির্দেশ...
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত