সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

দুই নারী আইনপ্রণেতার বাকযুদ্ধে উত্তপ্ত মার্কিন কংগ্রেস

আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:২০ পিএম

সংসদে আইনপ্রণেতাদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ নতুন কোন বিষয়। এমনকি বিভিন্ন দেশের সংসদ অধিবেশনে হাতাহাতিরও বহু উদাহরণ রয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের সংসদে দুই নারী আইনপ্রণেতার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা আলোড়ন তুলেছে দেশটিতে। রীতিমতো ভাইরাল তাদের বাকযুদ্ধ। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে জানিয়েছে যে, বৃহস্পতিবার রাতে মার্কিন কংগ্রেসের এক শুনানির চলার সময়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের প্রতিনিধিরাই জড়িয়ে পড়েন উত্তপ্ত বাক্য বিনিময়ে। সেই সঙ্গে চলে ব্যক্তিগত আক্রমণ। এ ঘটনায় শুনানিতে চরম বিশৃংখলা পরিস্থিতি তৈরি হয়। 

অধিবেশনে টেক্সাসের ডেমোক্রেটিক প্রতিনিধি জেসমিন ক্রকেট চোখে নকল পাপড়ি পড়ে আছেন বলে কটাক্ষ করেন জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিন। এনিয়ে দু’জন উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন। এতে যোগ দেন নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।

মার্কিন কংগ্রেসের ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি কমিটি প্রেসিডেন্ট জো বাইডেনের এক সাক্ষাৎকারের অডিও হস্তান্তর না করায় অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগে শুনানি করছিল। এ সময়ে ওই তিন নারী আইনপ্রণেতা এক ঘণ্টারও বেশি সময় ধরে চেঁচামেচি করতে থাকেন। 

কমিটির সদস্যরা প্রথমে শুনানির সময় গ্রিনের বক্তৃতা চালিয়ে যেতে বলেন। রিপাবলিকান প্রতিনিধি গ্রিন প্রশ্ন করেন, প্যানেলের ডেমোক্র্যাটরা বিচারক হুয়ান মার্চেনের মেয়েকে নিয়োগ করছে কিনা। এই বিতর্ক উত্তপ্ত বাদানুবাদে পরিণত হয় যখন গ্রিনকে ক্রকেট প্রশ্ন করেন, কেন সেখানে মার্চেনকে টেনে আনা হলো? 

গ্রিনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন ক্রকেট, আপনি কি জানেন আমরা এখানে কেন বসেছি? জবাবে গ্রিন বলেন, আমার ধারণা, আমরা এখানে কেন এসেছি তা আপনি জানেন না। মনে হচ্ছে, আপনি যা পড়ছেন তা ঢেকে যাচ্ছে আপনার নকল পাপড়িতে। এই বক্ত্যের নিন্দা জানান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। 

তিনি বলেন, অন্য ব্যক্তির চেহারাকে আক্রমণ করা ঘৃণ্য অপরাধ এবং পুরোপুরি অগ্রহণযোগ্য। ক্রকেট এরপর গ্রিনকে তার (গ্রিন) চেহারা ও চুল নিয়ে পাল্টা আক্রমণ করেন। গ্রিনের মন্তব্যকে ‘বর্ণবাদী’ বলেও আখ্যা দেন তিনি। বিষয়টি নিয়ে এখানো দেশটির সংবাদমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

একাত্তর/এসি
ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই, কারণ ইরান মনে করে এই হামলা যুক্তরাষ্ট্রের সহায়তায় হয়েছে। 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার।
ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তা শুধু বাইরের ‘আক্রমণ’ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন-শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল।
লস অ্যাঞ্জেলেসে টানা কয়েকদিনের ভাঙচুর ও সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়র ক্যারেন ব্যাস শহরে কারফিউ জারি করেছেন।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
২৪ ঘণ্টায় দেশে ২৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে এক জনের। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত