দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা-মা হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি জনসন। আগামী ডিসেম্বরে এ সন্তানের জন্ম দেবেন ক্যারি।
শনিবার (৩১ জুলাই) এ খবর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ক্যারি। সেখানে তিনি আরও জানান, এ বছরের শুরুর দিকে তার একটি মিসক্যারিজ হয়।
পোস্টে তিনি লিখেছেন, আসছে বড়দিনে আমরা আমাদের রংধনু সন্তানের আগমন আশা করছি। মিসক্যারিজ বা মৃত সন্তানের পর যে সন্তানের জন্ম হয় তাকে রংধনু সন্তান বলা হয়।
আরও পড়ুন: করোনাভাইরাস: শিশুদের জন্য সুখবর দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আবার সন্তানধারণে সক্ষম হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করার পাশাপাশি এ নিয়ে তিনি অনেকটা উদ্বিগ্ন বলেও জানান ক্যারি।
এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে। এ বছরের এপ্রিলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনের জন্ম হয়।
এরপর মে মাসে গোপনীয় এক অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিন্সটার ক্যাথিড্রালে গাঁটছড়া বাঁধেন বরিস ও ক্যারি।
একাত্তর/এসজে