সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বিদ্রোহীদের হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা।
শনিবার (৩১ জুলাই) ভোরে বিদ্রোহী গোষ্ঠী 'থ্রিআর' দেশটির উত্তরপূর্বাঞ্চলের গ্রাম 'মান'কে লক্ষ্য করে আক্রমণ চালায় বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন দেশটিতে জাতিসংঘের মিনুসকা মিশনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আবদুল আজিজ ফল। গ্রামটি রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে টহল দিচ্ছে সৈন্যরা।
২০১৩ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সহিংসতা শুরু হওয়ার পর থেকে সেখানে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর উদ্ভব হয়েছে। এদের মধ্যে একটি হলো এই থ্রিআর (রিটার্ন, রিক্লেইমেশন, রিহ্যাবিলিটেশন)।
দেশটিকে বিদ্রোহী গোষ্ঠীর দখল থেকে রক্ষা করতে ২০২০ সাল থেকে সেখানে কাজ করছে আসছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, রোয়ান্ডার বিশেষ বাহিনী এবং রাশিয়ার আধাসামরিক বাহিনী।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশটিতে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
আরও পড়ুন: কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা
ছবি: প্রতীকী
একাত্তর/এসজে