সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

বিভ্রান্তি ছড়িয়ে ইউটিউবে নিষিদ্ধ স্কাই নিউজ অস্ট্রেলিয়া

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৯:৫৩ পিএম

করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ইউটিউব। এ সময়ে ইউটিউবে নতুন কোনো কনটেন্ট আপলোড করতে পারবে না তারা।  

ইউটিউব জানিয়েছে, কোভিড-১৯ নিয়ে অপতথ্যের প্রচার বন্ধের লক্ষ্য নিয়ে তৈরি নীতিমালা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে ঠিক কোন কনটেন্টের জন্য শাস্তি দেওয়া হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানায়নি ইউটিউব। তবে সেই কনটেন্টটি  'বাস্তব দুনিয়ায় ক্ষতি সাধন করতো' বলে জানিয়েছে তারা।

গত দুই বছরে ইউটিউব কয়েক ডজন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে কিছু কোভিড-১৯ সংক্রান্ত হলেও অধিকাংশই বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর জন্য। 

তবে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার ডিজিটাল সম্পাদক জ্যাক হফটন ইউটিউবের এই সিদ্ধান্তকে মুক্তচিন্তার ওপর আক্রমণ হিসেবে দেখছেন। তাদের ওয়েবসাইটে তিনি বলেছেন, যদি অস্ট্রেলিয়ার কোভিড-১৯ নীতিমালা নিয়ে আলোচনার কণ্ঠরোধ করা হয়, তাহলে রাজনৈতিক নেতারা স্বেচ্ছাচারের স্বাধীনতা পেয়ে যাবেন।'

মিডিয়া মুঘল রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনের মালিকানায় রয়েছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া। ইউটিউবে তাদের চ্যানেলে ১৮ লাখ ৫০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। 

ইউটিউব এক বিবৃতিতে জানায়, তাদের স্থানীয় এবং বৈশ্বিক নানা স্বাস্থ্য সংস্থার নির্দেশনার ভিত্তিতে কোভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্যের প্রচার রোধে স্বচ্ছ ও প্রতিষ্ঠিত নীতিমালা রয়েছে। এমন কোনো কনটেন্টে ইউটিউবে অনুমোদন দেওয়া হয় না যা কোভিড-১৯ এর অস্তিত্বকে অস্বীকার করে বা এর অপচিকিৎসায় মানুষকে উৎসাহিত করে। 

বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান নাগরিকরা। দেশটিতে মোট জনসংখ্যার ১৫ শতাংশেরও কম দুই ডোজ করে টিকা পেয়েছেন।

সম্প্রতি স্কাই নিউজের উপস্থাপক অ্যালান জোনসের মন্তব্য অস্ট্রেলিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। ১২ জুলাইয়ে এমপি ক্রেইগ কেলির সঙ্গে সম্প্রচারকালে জোনস ও কেলি দু’জনেই দাবি করেন, ডেল্টা ভ্যারিয়েন্ট মূল ভাইরাসের মতো ভয়াবহ নয় এবং টিকা এ ব্যাপারে সহযোগিতা করবে না।

ইতিমধ্যে স্কাই নিউজের ওয়েবসাইটে এ ব্যাপারে ক্ষমা চাওয়া হয়েছে বলে বিবিসি সূত্রে জানা গেছে।


একাত্তর/জো 


ফিলিস্তিনের গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারার অংশ হিসেবে, এবার উপত্যকাটি থেকে অধিবাসীদের স্বেচ্ছায় বের করে দেয়ার প্রস্তুতি নিতে, ইসরাইলি সেনাদর নির্দেশ দিয়েছেন দেশটির...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। পাঁচ নম্বরে স্থান পেয়েছে ইউরোপের দেশ জার্মানি।
সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই বিমান ভারতে পৌঁছায়।
পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত