আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর কাবুলের বাসভবনে দুর্বৃত্তের হামলায় চারজন নিহত হয়েছেন। তার বাড়ির সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণের পর বাড়িকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা।
মঙ্গলবার (৩ আগস্ট) গভীর রাতে কাবুলের 'গ্রীন জোনে' এ হামলা চালানো হয়। এখানে আফগানিস্ততানের সরকারি কর্মকর্তাদের বাসভবন অবস্থিত।
তবে, হামলার সময় বাসায় ছিলেন না প্রতিরক্ষামন্ত্রী। তার পরিবারের সদস্যদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়ার পর হামলাকারীদের হত্যা করা হয় বলে জানা গেছে।
প্রতিরক্ষামন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় চারজন নিহত হয়েছেন। তবে, তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে, ইতালীয় একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান 'এমারজেন্সি' জানিয়েছে, হামলায় নিহত চারজনের মরদেহ ও আহত এগারো জনকে তাদের কাবুল হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: হেলমান্দ প্রদেশের রাজধানী দখলের পথে তালেবান
এছাড়াও, চারজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সবকিছু ঠিকঠাক আছে বলে বিসমিল্লাহ খান মোহাম্মদী পরে এক টুইটবার্তায় জানিয়েছেন।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলায় তালেবানের সকল চিহ্ন উপস্থিত। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি জঙ্গি সংগঠনটি।
এ হামলার কয়েকঘণ্টা পর রাস্তায় ও বাড়িঘরের ছাদে 'আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে কাবুলের জনগণ তালেবানের প্রতি ঘৃণা প্রকাশ করে।
উল্লেখ্য, আফগানিস্তানের প্রধান তিনটি প্রদেশে হামলা অব্যাহত রেখেছে তালেবান। তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আফগান ও মার্কিন বাহিনী।
ছবি: বিবিসি
একাত্তর/এসজে