ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে অস্ত্রধারী একটি দল।
ছিনতাই হওয়া এমভি অ্যাসফল্ট প্রিন্সেস একটি বিটুমিন ট্যাঙ্কার। জাহাজটি দুবাইভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন বলে জানিয়েছে বিবিসি।
ছিনতাইকারীরা জাহাজটিকে ইরানের দিকে নিয়ে যেতে নির্দেশ দিয়েছে বলে জনিয়েছে লয়েডস লিস্ট ম্যারিটাইম ইন্টেলিজেন্স। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালিতে আছে বলে জানিয়েছে তারা।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এমভি অ্যাসফল্ট প্রিন্সেস হরমুজ প্রণালির কাছে পৌঁছালে অন্তত নয়জন সশস্ত্র ব্যক্তি এটি হাইজ্যাক করেন।
কে বা কারা এই কাজ করেছে তা এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে সন্দেহের তীর ইরানের দিকেই ছোঁড়া হচ্ছে।
আরও পড়ুন: আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে হামলা
ইরানের রেভোল্যুশনারি গার্ড এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সবই তেহরানের বিরুদ্ধে বিদ্বেষমূলক কার্যক্রম।
গত কয়েকদিন ধরে ওমান উপসাগরের ফুজাইরাহ অঞ্চলের কাছাকাছি সব জাহাজকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়ে আসছে যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস।
উল্লেখ্য, গত সপ্তাহে ওমান উপকূলের কাছে একটি ইসারাইলি তেলের ট্যাঙ্কারে হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ান নাগরিক নিহত হন। এ হামলার জন্য ইরানকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইল।
একাত্তর/এসজে