মরিশাসের প্রত্যন্ত দ্বীপ আগালেগাতে ভারতের গোপন সামরিক ঘাঁটি গড়ার তথ্য পাওয়ার দাবি করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
স্যাটেলাইট ছবি এবং ওই স্থানের তোলা ছবির ভিত্তিতে এ সম্পর্কে নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে আলজাজিরার তদন্ত দল।
তাদের পাওয়া এসব তথ্য উপাত্ত সামরিক বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে এর সত্যতা পেয়েছেন বলেও জানিয়েছে তারা।
এ ব্যাপারে এর আগে ২০১৮ সালে গণমাধ্যমে প্রতিবেদন হলেও, ভারত ও মরিশাস উভয়ই এসব দাবি নাকচ করে দিয়েছিল। তাদের দাবি ছিল, সেখানে স্থানীয়দের উন্নয়নের লক্ষ্যে অবকাঠামোগত কাজ করা হচ্ছে।
নতুন পাওয়া স্যাটেলাইট ছবিতে দেখা যায়, মরিশাসের মূল ভূখণ্ড থেকে প্রায় এগারোশ' কিলোমিটার দূরে অবস্থিত আগালেগা দ্বীপে দুটি বৃহৎ জেটি এবং একটি রানওয়ে নির্মাণ করা হচ্ছে।
এছাড়া, ভারতের বিভিন্ন বন্দর থেকে প্রায় এক ডজন পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আগালেগাতে গিয়েছে বলে তথ্য পেয়েছে আলজাজিরা। সেখানে প্রায় এক হাজারেরও বেশি নির্মাণ শ্রমিকের কাজ করার তথ্যও পেয়েছে তারা।
আরও পড়ুন: ওমান উপসাগরে জাহাজ ছিনতাই
নিউ দিল্লিতে অবস্থিত অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক অভিষেক মিশ্র আলজাজিরাকে জানিয়েছেন, দক্ষিণপশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়ানোর লক্ষ্যে এই গোয়েন্দা ঘাঁটি তৈরি করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, রানওয়েটি ভারতের পি-৮১ বিমান চালনার জন্য ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এসব বিমান নজরদারি এবং জাহাজ ও সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হয়।
বর্তমানে মরিশাসে যে রানওয়েটি আছে, সেটি কেবল কোস্টগার্ডের ছোট প্রপেলার বিমানের ব্যবহারযোগ্য। তবে, নতুন নির্মিত রানওয়েতে পৃথিবীর সবচেয়ে বড় বিমানগুলো উড্ডয়ন ও অবতরণ করতে পারবে।
এর আগে ২০১৫ সালে মরিশাস ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রত্যন্ত আগালেগা দ্বীপবাসীর অবস্থার উন্নতির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের জন্য দুই দেশ একত্রে কাজ করবে বলে এই চুক্তিতে বলা হয়।