করোনা থেকে সেরে উঠার পর কোভিশিল্ড টিকার দুই ডোজ করোনার ভয়ানক সংক্রমাক ডেল্টা ধরনের বিরুদ্ধে অধিক প্রতিরোধ গড়ে তুলছে।
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (আনআইভি) এক যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, করোনা থেকে সেরা উঠার পর কোভিশিল্ড টিকার এক বা দুই ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বেশি তৈরি হচ্ছে। অন্যদিকে, শুধুমাত্র এক বা দুই ডোজ টিকা নেওয়া মানুষের মধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি হলেও, তার পরিমাণ করোনা থেকে সুস্থ হওয়াদের মতো নয়।
টিকার এক ডোজ নেওয়া, দুই ডোজ নেওয়া এবং করোনা থেকে সের উঠার পর এক ডোজ নেওয়া এবং করোনা থেকে সেরা উঠার পর দুই ডোজ নেওয়া, এমন ব্যক্তিদের এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন: হাতিয়ায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
গবেষণায় বলা হয়েছে, সব ক্ষেত্রেই টিকা করোনার বিরুদ্ধে কার্যকরি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। তবে, ভাইরাসের রূপান্তর কতোটা প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে সেটি নিয়ে আরো বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।
এর আগে, ভারতের আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সশস্ত্র বাহিনী ১৫ লক্ষ ৯০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের ওপর এক গবেষণায় দেখতে পেয়েছে, কোভিশিল্ডের দুই ডোজ করোনা প্রতিরোধী ৯৩ শতাংশ কার্যকর।
একাত্তর/আরবিএস