জাপানে করোনার সংক্রমণ খুব দ্রুত গতিতে বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। টোকিওতে রেকর্ড রোগী শনাক্ত হবার পর বুধবার (৪ আগস্ট) এই সতর্ক বার্তা দেয়া হয়।
টোকিওতে এখন চলছে অলিম্পিকের আসর। এনিয়ে জাপানের ভেতরেই রয়েছে অনেক সমালোচনা। সেই সঙ্গে সংক্রমণের ঊর্ধ্বগতি। দুই নিয়ে চাপে আছে জাপান সরকার।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী নোরিহিশা তামুরা জানান, ডেল্টার কারণে যেভাবে করোনা ছড়াচ্ছে, তেমনটি অতীতে দেখাননি। এই পরিস্থিতি মৃদু উপসর্গের রোগীকে হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাসাতেই নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, করোনার সংক্রমণ একটি নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ফলে পর্যাপ্ত শয্যা নিশ্চিত না করে করোনা আক্রান্ত সবাইকে আমরা হাসপাতালে নিয়ে আসতে পারবো না।
জাপানের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তামুরা জানান, যদি পরিস্থিতির প্রয়োজনে সবাইকে হাসপাতালে আনতে হয়, তাহলে সেটিও করা হবে।
বুধবার টোকিওতেই রেকর্ড চার হাজার ১৬৬ জন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে, গোটা জাপানে একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২০০ জন।
আরও পড়ুন: কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে সুখবর দিলো ভারত
গেল সোমবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা ঘোষণা দেন, শুধু মাত্র যারা গুরুতর অসুস্থ তাদেরই হাসপাতালে আনা হবে। আর মৃদু উপসর্গের রোগীরা বাসাতেই থাকবে।
এই ঘোষণার পর জাপানের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এবং করোনা মোকাবিলা নিয়ে সরকারের সক্ষমতা নিয়ে তারা সংশয়ও প্রকাশ করেছেন।
একাত্তর/আরএ