করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। পরিকল্পনা অনুযায়ী একটি সামঞ্জস্যপূর্ণ ও নিরাপদ নিয়মনীতি তৈরি করছে দেশটি।
বুধবার (৪ আগস্ট) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রইটার্স।
বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ঘুরে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত। পাশাপাশি দেশটির এয়ারলাইনস ব্যবসার বাজারও স্বাভাবিক হবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন, জো বাইডেন সরকার নিরাপদ ও টেকসই উপায়ে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি আবার চালু করতে চায়। সেক্ষেত্রে বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে হলে করোনা টিকার পূর্ণ ডোজ নিতে হবে। তবে অতি সংক্রমক ডেল্টা ধরনের কারণে এতো দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: বিধিনিষেধে সব বন্ধ থাকলেও খোলা থাকবে কারখানা ও আকাশপথ!
বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল আছে।
এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, যুক্তরাজ্য, চীন, ভারত, ব্রাজিল ও ইরান থেকে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দেশটি।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতি হবে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। করোনার ডেল্টা ধরন নিয়ে উদ্বিগ্ন তিনি।
একাত্তর/আরবিএস