সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

ছয় মাসের সর্বোচ্চ সংক্রমণ আমেরিকায়, বাড়ছে ভারতেও

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০২:৪৭ পিএম

গেলো ছয় মাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখলো যুক্তরাষ্ট্র। একদিনেই দেশটিতে নতুন করে এক লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রে এক লাখ ২০ হাজার ৯৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগে দেশটিতে পাঁচ ফেব্রুয়ারি এক লাখ ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।

সেই সময় সংক্রমণের হার ছিলো নিম্নমুখী। যুক্তরাষ্ট্রে গত সাত দিনে গড়ে প্রতিদিন ৯৪ হাজার ৮১৯ রোগী শনাক্ত হয়েছে। গেলো এক মাসের তুলনায় এই হার পাঁচগুণ বেশি। 

যেসব এলাকায় লোকজন টিকা নেয়নি সেখানে ডেল্টা ধরন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ফলে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে।

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি জানান, সংক্রমনের এই হার চলতে থাকলে সামনের সপ্তাহগুলোতে প্রতিদিন দুই লাখের বেশি রোগীর দেখা মিলতে পারে।

আরও পড়ুন: মিয়ানমারের জঙ্গল থেকে উদ্ধার ৪০ মৃতদেহ

এদিকে, ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন।

এই নতুন আক্রান্তের অধিকাংশই দক্ষিণের রাজ্য কেরালায়। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল তিন কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন।

সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতে দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। এ নিয়ে করোনায় প্রাণ হারিয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন।

সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন।


একাত্তর/আরবিএস  

ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির শর্তাবলিতে রাশিয়া একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
এমন আবহের মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যাচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরে তার সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স। 
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত