গেলো ছয় মাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখলো যুক্তরাষ্ট্র।
একদিনেই দেশটিতে নতুন করে এক লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রে এক লাখ ২০ হাজার ৯৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগে দেশটিতে পাঁচ ফেব্রুয়ারি এক লাখ ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।
সেই সময় সংক্রমণের হার ছিলো নিম্নমুখী। যুক্তরাষ্ট্রে গত সাত দিনে গড়ে প্রতিদিন ৯৪ হাজার ৮১৯ রোগী শনাক্ত হয়েছে। গেলো এক মাসের তুলনায় এই হার পাঁচগুণ বেশি।
যেসব এলাকায় লোকজন টিকা নেয়নি সেখানে ডেল্টা ধরন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ফলে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে।
মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি জানান, সংক্রমনের এই হার চলতে থাকলে সামনের সপ্তাহগুলোতে প্রতিদিন দুই লাখের বেশি রোগীর দেখা মিলতে পারে।
আরও পড়ুন: মিয়ানমারের জঙ্গল থেকে উদ্ধার ৪০ মৃতদেহ
এদিকে, ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন।
এই নতুন আক্রান্তের অধিকাংশই দক্ষিণের রাজ্য কেরালায়। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল তিন কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন।
সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতে দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। এ নিয়ে করোনায় প্রাণ হারিয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন।
সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন।
একাত্তর/আরবিএস