সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে হামলার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম

সুদানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা হয়েছে। ফলে বাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আরব আমিরাতের অভিযোগ সুদানের সেনাবাহিনী একাজ করেছে। কিন্তু সেনারা দাবি করছে, বিদ্রোহী আরএসএফ এর সঙ্গে জড়িত।

এদিকে আরব আমিরাত বলছে, হামলার পর দেশটির রাষ্ট্রদূত সুরক্ষিত আছেন।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পিছনে সুদানের সেনা বাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙুল তোলে আমিরাত।

সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে সেনাবাহিনীরই একটি অংশ আরএসএফ সরকার এবং সেনা প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে।

দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। আশপাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি এমনই যে যে কোনো মুহূর্তে সুদানে বড়সড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

একাত্তর/আরএ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচজন সেনাসদস্য রয়েছেন।
দিল্লির ৪০টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ‘কেএনআর’ নামের কোনো এক সংগঠনের কথা বলে ওই মেইলগুলো পাঠানো হচ্ছে।
সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে দেশটির সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর একাধিক বোমা হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। রোববারের এ হামলায় শহরটির রেল যোগাযোগ, অবকাঠামো এবং আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত