সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

বাংলাদেশিসহ অভিবাসী নিয়ে ইতালিতে ভিড়ল উদ্ধারকারী জাহাজ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১১:১১ এএম

বাংলাদেশিসহ ২৫৭ জন অভিবাসী নিয়ে ইতালির ত্রাপানি বন্দরে নোঙর করেছে একটি উদ্ধারকারী জাহাজ। তিউনিসিয়া উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের প্রায় এক সপ্তাহ পর জাহাজটি নোঙর করল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জাহাজটিতে থাকা অভিবাসীদের বেশির ভাগই মরক্কো, বাংলাদেশ, মিসর ও সিরিয়া থেকে আসা পুরুষ। এ ছাড়া নারী ও শিশুও রয়েছে।

জার্মান সংস্থা সি ওয়াচ পরিচালিত জাহাজটি ইতালির বন্দরের কাছাকাছি পৌঁছালে অভিবাসীদের হাত নাড়াতে এবং হাততালি দিতে দেখা যায়। জাহাজটির ডেকে বসে থাকা এক ব্যক্তি ‘ইতালি ভালো’ লেখা একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, নোঙর করা জাহাজ থেকে আরেকটি কোয়ারেন্টিন জাহাজে নেওয়ার আগে অভিবাসনপ্রত্যাশীদের কোভিড পরীক্ষা করানো হয়। করোনাভাইরাস ছড়ানোর বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ারেন্টিন জাহাজটিতে তাদের দুই সপ্তাহ অবস্থান করতে হবে।

আরও পড়ুন: করোনা: আমেরিকা-ভারত-ব্রাজিলের পরেই রাশিয়া-ফ্রান্স-যুক্তরাজ্য

সি ওয়াচের একটি জাহাজ এবং ‘ওশান ভাইকিং’ নামের ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএস মেডিটারেনি পরিচালিত আরেকটি উদ্ধারকারী জাহাজ গত রোববার একটি কাঠের নৌযান থেকে বিপজ্জনকভাবে গাদাগাদি করে সাগর পাড়ি দেওয়ার চেষ্টারত ৩৯৪ জন অভিবাসীপ্রত্যাশীকে উদ্ধার করে।

এরপর থেকে অভিবাসীদের নামিয়ে দেওয়ার জন্য কোনো বন্দরে নোঙরের খোঁজে ছিল জাহাজ দুটি। ওশান ভাইকিং এখনও সাগরে রয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালিসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে ঢোকার জন্য অভিবাসনপ্রত্যাশীদের নৌকাযাত্রা সম্প্রতি বেড়েছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, সংঘাতময় এবং দারিদ্যপীড়িত আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছাতে গিয়ে এক হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।


ছবি: রয়টার্স 


একাত্তর/এসজে 


সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই বিমান ভারতে পৌঁছায়।
গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন...
সৌদি আরবে আইন ভঙ্গের অভিযোগ ২৩ হাজার বিদেশি অভিবাসী গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে থাকা, কাজ ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ রয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির...
ওই তালিকার শুরুতেই রয়েছে ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিকের নাম। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। 
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরিফের ইফতার মাহফিলে যোগ দিয়ে...
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত