সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে ইমরানের আহবান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন, বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যেতে নিজ দলের নেতাকর্মী ও সমর্থকের প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান।

মঙ্গলবার আদিয়ালা কারাগার থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।  তার এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত ইসলামাবাদ।

প্রতিবাদী  বিবৃতিতে সমর্থকদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহবানও জানিয়েছেন ইমরান খান।

তিনি বলেন, আমার দলের প্রতি আমার বার্তা হলো শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া, আমরা পিছপা হবো না।  যারা সামরিক আদালতে বিচারের হুমকি দিচ্ছে, তাদের জন্য আমার একটি বার্তা রয়েছে। যা করতে হবে তা করুন, আমি আমার অবস্থান থেকে পিছপা হবে না।

বিক্ষোভকারীদের মধ্যে এখনও যারা রাজধানী ইসরামাবাদে গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে পৌঁছাতে পারেনি, তাদেরকে দমে না যেতে সেখানে পৌঁছানোর জন্য অনুরোধও জানিয়েছেন ইমরান খান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির নির্দেশে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে, কয়েকজনকে হত্যা ও আহত করেছে। ইমরান খান হুশিয়ারী দিয়ে বলেন, একদিন হত্যাকারী ও নির্যাতনকারীদের তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে।

এদিকে বিবিসি জানিয়েছে, কিছু বিক্ষোভকারী কয়েক ঘন্টা আগে ডি-চকে পৌঁছেছিলো। সেখানে সমাবেশ করতে না পেরে সন্ধ্যার দিকে ছত্রভঙ্গ হয়ে শহরের অন্যান্য স্থানে চলে যেতে শুরু করেছে।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এমন এক কাফেলার রয়েছেন, যা এখনও মধ্য ইসলামাবাদের চত্বরে পৌঁছাতে পারেনি। এর আগে তিনি বিক্ষোভকারীদের প্রতি ডি-চকে সমাবেশ করা নির্দেশনা দেন।

ইসলামাবাদে বিক্ষোভকারীদের সাথে কথা বলার সময় তিনি বলেন, ইমরান খান বেরিয়ে এসে আমাদের কী করতে হবে তা না বলা পর্যন্ত আমাদের পরিকল্পনা পরিবর্তন হবে না।

খান সমর্থকদের তিনি বলেন, তাদের সমাবেশ ডি-চকে হবে এবং তারা আসার পরে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। তবে ডি-চক থেকে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হাবার পর তিনি কোন কথা বলেননি।

 

এআর
পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে।
পাকিস্তানের উত্তরতম প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় তিনটি আলাদা অঞ্চলে সেনাবাহিনীর গুলিতে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজ দেশের ১২ নাগরিককে গ্রেপ্তার করেছে ভারত সরকার। গ্রেপ্তারদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ মজুর, কেউ পড়ুয়া, আবার কেউ ইউটিউবার। তারা
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত