উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হটলাইন যোগাযোগ পুন:স্থাপনের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণের ফোন কলে সাড়া দিতে ব্যর্থ হলো উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ব্যপারে উত্তর কোরিয়ার অসন্তোষ প্রকাশের পরপরই এ ঘটনা দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়াকে সতর্কবার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ার জন্য দক্ষিণকে মাসুল গুনতে হবে।
উত্তর কোরিয়া তাদের হামলার সক্ষমতা বাড়াচ্ছে বলেও তিনি জানান।
গত বছরের জুন মাসে দুই দেশের মধ্যে ব্যর্থ আলোচনার পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হটলাইন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তার পরপরই দুই দেশের সীমান্তে অবস্থিত আন্ত:কোরিয়ান যোগাযোগ অফিস বোমা হামলা করে উড়িয়ে দেয় উত্তর কোরিয়া।
আরও পড়ুন: যৌন কেলেঙ্কারিতে নিউইয়র্কের গভর্নর কুমোর পদত্যাগ
তবে, এ বছরের জুলাইতে তা আবার স্থাপন করে দৈনিক নিয়মিত যোগাযোগ রক্ষা করতে সম্মত হয় দুই দেশ।
কিন্তু, মঙ্গলবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া বাৎসরিক যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি শুরু করলে উত্তর কোরিয়া আতঙ্কিত হয়ে তাদের সতর্কবাণী দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিনের ফোন কল উপেক্ষা করলো উত্তর কোরিয়া।
উল্লেখ্য, কোরিয়ান উপদ্বীপ অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নেয়ার জন্য উত্তর কোরিয়া সব সময়ই সরব ভূমিকা পালন করে আসছে।
ছবি: নিউ ইয়র্ক টাইমস
একাত্তর/এসজে