সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

দিল্লির স্কুলে স্কুলে বোমা হামলার হুমকি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

দিল্লির ৪০টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ‘কেএনআর’ নামের কোনো এক সংগঠনের কথা বলে ওই মেইলগুলো পাঠানো হচ্ছে।

ভারতীয় সময় রোববার রাত থেকে পাঠানো ই-মেইলগুলোতে দাবি করা হয়, উল্লেখিত স্কুলগুলোতে ‘বিভিন্ন জায়গায় বোমা পুঁতে রাখা হয়েছে’। এসব বোমা নিষ্ক্রিয় করার বিনিময়ে প্রায় ২৮ হাজার ৪০০ ইউরো বা সাড়ে ২৫ লাখ রূপি মুক্তিপণ দিতে হবে।

বোমা হুমকির শিকার স্কুলগুলোর মধ্যে রয়েছে দিল্লির অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ডিপিএস আরকে পুরম, জিডি গোয়েঙ্কা, ব্রিটিশ স্কুল ও মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল।

এই হুমকি বাস্তব কিনা, তা এখনো জানা যায়নি। অতীতেও ভারতে স্কুল, বিমানবন্দর এবং রেল স্টেশনে একাধিকবার হুমকি পাঠানোর ঘটনা ঘটেছে। তবে, তা পরে ভুয়া বলেও প্রমাণিত হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির ইমেইলটি একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে রোববার একযোগে পাঠানো হয়। সেদিন স্কুলগুলো বন্ধ ছিলো।

ইমেইলে লেখা হয়, বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো হয়েছে। বিস্ফোরণে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে অনেক মানুষ আহত হবে।

এদিকে হুমকি বার্তা পাওয়ার পর পরই দিল্লি পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং দমকল বাহিনী সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ বলছে, এ ধরনের বার্তা যারা পাঠিয়েছেন, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি সিং এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলছেন, দিল্লিতে প্রতিদিনই খুন, গুলি চালানো এবং মুক্তিপণের ঘটনা ঘটছে। এখন স্কুলগুলোতে বোমা হামলার হুমকি পাওয়া যাচ্ছে। দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই এতটা খারাপ ছিলো না। বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ।

একাত্তর/আরএ
ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হিট ইনডেক্সে তাপমাত্রা বুধবার ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই অ্যালার্ট জারি করা হয়েছে। 
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ারসার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর সময় পায় বান্ডিল বান্ডিল টাকা। পুলিশও সেখানে ছিলো। এই খবর সামনে আসার পরই ভারতজুড়ে...
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচজন সেনাসদস্য রয়েছেন।
এক দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির (এএপি) ভরাডুবি হলো। এর মাধ্যমে ২৬ বছর পর ভারতের রাজধানী দখল করলো পদ্মফুল প্রতীকের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত