সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

নিখোঁজ সেই উড়োজাহাজ আবারও খুঁজবে মালয়শিয়া

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

উড়ান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনা হয়ে আছে, দশ বছর আগে মালয়শিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইটের হাওয়া হয়ে যাওয়া। বিশ্বের কোন প্রযুক্তি এখন পর্যন্ত নিখোঁজ সেই উড়োজাহাজের কোন খোঁজ দিতে পারেনি। তবে হাল ছাড়তে নারাজ মালয়শিয়ার সরকার। 

২০১৪ সালে নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজের অনুসন্ধান আবার শুরু করতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক জানান, মন্ত্রিসভা ফ্লাইটটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ‘ওশেন ইনফিনিটি’ এর সঙ্গে সাত কোটি ডলারের চুক্তি অনুমোদন করেছে।

২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাবার পথে ২৩৯ যাত্রীসহ এমএইচ-৩৭০ ফ্লাইট নিখোঁজ হয়ে যায়। এরপর বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় আর বিস্তৃত অনুসন্ধান অভিযানেও নিঁখোজ সেই ফ্লাইটটির কোন খোঁজ মেলেনি, এমনকি ধ্বংসাবশেষও মেলেনি। 

স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে দেখা যায়, উড়োজাহাজটি সম্ভবত ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি কোথাও বিধ্বস্ত হয়েছে। কিন্তু দুইবার বড় ধরনের উদ্যোগ নিয়ে উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চালানো হলেও উল্লেখ করার মতো কিছু পাওয়া যায়নি।

গত ১০ বছর ধরে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টা চলছে, তবে এখনো সন্ধান মেলেনি সেটির। উড়ানটি খুঁজে পেতে ওশান ইনফিনিটির সঙ্গে মালয় সরকার যে চুক্তি করেছে, সেটি বেশ অভিনব। উড়ানটি খুঁজে পেলেই প্রতিষ্ঠানটিকে অর্থ দেয়া হবে, এমন শর্ত রেখেই চুক্তিতে রাজি হয়েছে মালয়শিয়া সরকার।   

২০১৮ সালেও ওশান ইনফিনিটির একই শর্তে অনুসন্ধান চালানো হলে তিন মাস পর তা ব্যর্থ হয়। এর আগে ১৫ কোটি ডলার ব্যয়ে একটি বহুজাতিক প্রচেষ্টা দুই বছর ধরে বিশাল জলরাশিতে অনুসন্ধান চালানোর পর ২০১৭ সালে শেষ হয়। সেই ওশান ইনফিনিটিই আবারও নতুন করে প্রস্তাব দিয়েছে কুয়ালামপুরকে। 

নতুন অনুসন্ধানটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে পরিচালিত হবে। নতুন কিছু তথ্যকে ‘বিশ্বাসযোগ্য’ হিসেবে চিহ্নিত করে অনুসন্ধানের জন্য সরকার এই অঞ্চল বেছে নিয়েছে। অ্যান্থনি লোক বলেন, আমরা আশা করি, এবার ফলাফল ইতিবাচক হবে। ধ্বংসাবশেষ পাওয়া গেলে পরিবারগুলোর জন্য এটি কিছুটা হলেও শান্তি বয়ে আনবে।

একাত্তর/এসি
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের...
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ানের ৪৬তম সম্মেলন। গৃহীত হতে পারে চারটি নতুন কৌশলগত পরিকল্পনা। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর এক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুই টুকরা হয়ে নদীতে বিধ্বস্ত হয়েছে।
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত