ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার (১১ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের দপ্তর থেকে জানানো হয়, প্রায় ৬০ জন এখনও পাথরের নিচে চাপা পরে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে কাজ করছেন সেনাবাহিনী ও স্থানীয় পুলিশসহ দুইশ' উদ্ধারকর্মী।
স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, বুধবার (১১ আগস্ট) দুপুরের দিকে কিন্নর জেলায় এই পাহাড় ধস ঘটে। পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়া পাথরে হাইওয়ের প্রায় একশ' পঞ্চাশ মিটার আটকে যায়।
আরও পড়ুন: রাশিয়ার পশ্চিমাঞ্চলে ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
এদিকে, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রেকং পিও-শিমলা হাইওয়েতে ঘটা এই পাহাড় ধসে একটি বাস ও একটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন পাথরের নিচে চাপা পড়েছে। সেখান থেকে ১৪ জন আহতকে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
গত মাসেও হিমাচল প্রদেশে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়ে নয় জনের মৃত্যু হয়।