ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে মাদক পাচার পরিস্থিতি কয়েক বছর আগের বাংলাদেশের মতো হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ইউএনওডিসি-র দক্ষিণ এশিয়া প্রতিনিধি জেরেমি ডাগলাস বলেছেন, কয়েক বছর আগে বাংলাদেশে মেথঅ্যাম্ফেটামিনের (ক্রিস্টাল মেথ) ব্যবসা জমে ওঠার ঠিক আগে যে পরিস্থিতি ছিল, এখন ভারতের উত্তরপূর্বাঞ্চলের অবস্থাও কিছুটা সেরকম মনে হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশে আফিমজাত মাদকদ্রব্যের সবচেয়ে বেশি চালান বাজেয়াপ্ত করা হয়। জাতিসংঘের গবেষণা অনুযায়ী, ইয়াবার জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় গন্তব্য, যে বাজারের মূল্য প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি।
এদিকে, গত কয়েক বছর ধরে আসাম রাজ্যে ছোট ছোট ইয়াবার চালান বাজেয়াপ্ত করা হচ্ছিল, যার আকার ধীরে ধীরে বড় হচ্ছে। এছাড়াও, হেরোইন ও ক্রিস্টাল মেথের মতো মাদকদ্রব্য ভারতে প্রবেশের অন্যতম মূল পয়েন্ট এই আসাম।
আরও পড়ুন: 'নিজেদের ভুল শোধরাতে পাকিস্তানকে ব্যবহার করছে আমেরিকা'
মাদকের বিরুদ্ধে রাজ্য সরকারের ঘোষণা করা যুদ্ধের প্রেক্ষিতে সম্প্রতি আসামে ব্যাপক তোরজোড় দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা সহ মে মাস থেকে এখন পর্যন্ত সেখানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত দুই হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর পেছনে মায়ানমার থেকে আসা মাদকের চালানকে দায়ী করছে জাতিসংঘসহ রাজ্য সরকার ও পুলিশ।
এমনকি, সম্প্রতি মিজোরামের সাথে আসামের পুলিশের সংঘর্ষে ছয় পুলিশ নিহত হওয়ার ঘটনার সাথেও মাদক ব্যবসার সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/এসজে