আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত ও আরও অনেকে গুরতর আহত হয়েছেন।
বুধবার তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এসব কথা জানিয়েছেন।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করে।
এই হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তালেবান সরকারের মুখপাত্র। তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।
এছাড়াও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
নিহতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলা চালাতে জেট এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানি হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে তালেবান সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে। ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।
২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের বলছে, তালেবান সরকার জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সহযোগিতা করছে। এর ফলে জঙ্গিরা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ পাচ্ছে।
তবে ইসলামাবাদের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।