সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত ও আরও অনেকে গুরতর আহত হয়েছেন।  

বুধবার তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এসব কথা জানিয়েছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করে। 

এই হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তালেবান সরকারের মুখপাত্র। তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।

এছাড়াও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি। 

নিহতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলা চালাতে জেট এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।  

পাকিস্তানি হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে তালেবান সরকার। 

বিবৃতিতে আরও বলা হয়, এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে। ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তানের বলছে, তালেবান সরকার জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সহযোগিতা করছে। এর ফলে জঙ্গিরা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ পাচ্ছে। 
তবে ইসলামাবাদের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল। 

আরবিএস
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় অভিযানে নিহত হয়েছেন অন্তত ২৭ জন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ৫০০ জনের মতো যাত্রীকে জিম্মি করেছে বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। খবর এএফপির, ডনের।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচজন সেনাসদস্য রয়েছেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। রোববার (২ মার্চ) মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে...
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত