করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ম্যালেরিয়া ও আর্থ্রাইটিস চিকিৎসায় ব্যবহৃত তিনটি ওষুধ বিশ্বব্যাপী ট্রায়ালের ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (১১ আগস্ট) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস রিলিজে এ ঘোষণা দেয়া হয়।
'সলিডারিটি প্লাস' নামের এই বিশ্বব্যাপী ট্রায়ালে পৃথিবীর ৫২টি দেশের ছয়শ' হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের উপর এই ওষুধ প্রয়োগ করা হবে।
ম্যালেরিয়া ও আর্থ্রাইটিস চিকিৎসায় ব্যবহৃত ওই তিন ওষুধের নাম হলো আর্টেসুনেট, ইমাটিনিব এবং ইনফ্লিকসিম্যাব। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার কমাতে এই ওষুধগুলোর কার্যকারিতা পরীক্ষা করতে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ প্যানেল পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সংক্রমণের ঝুঁকিতে ৯৮ শতাংশ বাসিন্দা
এদের মধ্যে আর্টেসুনেট ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসায়, ইমাটিনিব ক্যান্সারের চিকিৎসায় এবং ইনফ্লিকসিম্যাব ব্যবহৃত হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসায়।
এর আগে 'সলিডারিটি ট্রায়াল' নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি ট্রায়ালে করোনা ভাইরাস রোগের চিকিৎসায় চারটি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিলো। পরীক্ষায় রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, রিটনাভির এবং ইন্টারফেরন-এই চারটি ওষুধ করোনা চিকিৎসায় অকার্যকর প্রমাণিত হয়।