আফগানিস্তানের রাজধানী কাবুলের ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে তালেবানরা। এরইমধ্যে এক-তৃতীয়াংশ প্রাদেশিক রাজধানী তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রাদেশিক রাজধানীগুলো দখলের পর তালেবানরা বাহিনী এখন কাবুল দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
শুক্রবার (১৩ আগস্ট) লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে প্রবেশের মধ্য দিয়ে তারা কাবুলের আরও কাছে চলে এলো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হয়েছে পরিচিত কান্দাহারের পতন হয়েছে। কান্দাহার থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের পর এ শহর তালেবানের দখলে চলে গেছে। এছাড়া হেরাতও চলে গেছে তালেবানের দখলে।
আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরইমধ্যে কাবুলের দূতাবাস বন্ধ করে দিচ্ছে ডেনমার্ক এবং নরওয়েও। দেশ দুটি দূতাবাস থেকে তাদের কর্মীদের দেশে সরিয়ে নিচ্ছে।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজও যানবাহনের সারি
এদিকে কাবুলের পতনের শঙ্কায় মার্কিন দূতাবাসের কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
তালেবান যে গতিতে এগুচ্ছে তাতে যে কোনও সময় রাজধানী কাবুলের পতন ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
সবশেষ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কান্দাহার ও হেরাত এখন তালেবানের দখলে। পাশাপাশি কালাত, তেরেনকোট, পুল-ই-আলম, ফিরুজ কোহ, কালা-ই-নাও ও লস্করগাহও তালেবানদের দখলে। অন্যতম গুরুত্বপূর্ণ লগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম তালেবানদের দখলে যাওয়ায় কাবুল দখলের সম্ভাবনা বাড়ছে। পুল-ই-আলম অঞ্চলটি কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে।
একাত্তর/আরবিএস