কানাডায় সকল সরকারি কর্মী এবং রেল, বিমান ও জাহাজের যাত্রীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
শনিবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম ইউএস টুডে এক প্রতিবেদনে জানায়, শুক্রবার কানাডিয়ান সরকার এক ঘোষণায় এসব পরিকল্পনার কথা জানিয়েছে।
করোনার ডেল্টা ধরণের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডিয়ান সরকার এ ঘোষণা দিয়েছে।
দেশটির ফেডারেল ব্যুরোক্রেসির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাংক বলেছেন, মহামারির অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায় টিকা নেওয়া। আমরা আশা করি সরকারি সকল কর্মী প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবে।
প্রায় তিন লাখ সরকারি কর্মীর জন্য টিকা নেওয়ার নির্দিষ্ট সময়সীমা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে বলেও জানান তিনি।
লি আরও জানান, টিকা নেওয়ার বাধ্যতামূলক নীতি পরিবহন খাতে অক্টোবরের শেষ নাগাদ চালু করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বাণিজ্যিক বিমানের সকল যাত্রী, প্রদেশের মধ্যে চলাচলকারী সকল রেল ভ্রমণকারী এবং ক্রুজ শিপের মতো বড়ো বড়ো জাহাজের যাত্রীরা আরও নিশ্চিন্তে চলাচল করতে পারবে।
কানাডায় এখন পর্যন্ত ৭১ শতাংশ মানুষ টিকার একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ নিয়েছে প্রায় ৬২ শতাংশ।
একাত্তর/আরবিএস