ভারতের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৯ জানুয়ারি) ভোরের আগে এ ঘটনা ঘটেছে। এ সময় হিন্দুদের ছয় সপ্তাহের এ মেলার সবচেয়ে শুভদিন উপলক্ষ্যে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে কয়েক কোটি মানুষ প্রয়াগরাজের অস্থায়ী শহরটিতে হাজির হন।
হিন্দুস্থান টাইমস খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রথম পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বুধবার ভোর পর্যন্ত ঘটনাস্থলে হুড়োহুড়ি চলতে থাকে বলে জানা গেছে। বহু মানুষ পদপিষ্ট হয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারীরা আছেন।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।
কয়েকটি হাসপাতাল সূত্রে জানা যায়, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো জানানো হয়নি। আহতের সংখ্যাও স্পষ্টভাবে জানানো হয়নি।
এএফপি জানিয়েছে, এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন বলে জানা গেছে। পরিস্থিতির খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।