মহামারি করোনায় আক্রান্ত ১ লাখ ৬ হাজার ৪৫০ জন মানুষের অবস্থা গুরুতর। এছাড়া ভাইরাসে আক্রান্তের পর স্বাভাবিক রয়েছেন ১ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৮৭৪ জন। এর মধ্যে গুরুতর ০ দশমিক ৬ শতাংশ রোগী। স্বাভাবিক ৯৯ দশমিক ৪ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের রোববার (১৫ আগস্ট) সকালের তথ্য অনুযায়ী বিশ্বে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ২০ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৩১৭ জন। আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৬০ লাখ ৩২ হাজার ১৮৪ জন। মৃত্যুবরণ করেছেন ৪৩ লাখ ৬৭ হাজার ২৫৯ জন।
ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন। দেশটিতে এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৫ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ১১টি।
সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ২১ লাখ ৯২ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩১ হাজার ২৫৩ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ১৫ জন।
আরও পড়ুন: ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২৫ মৃত্যু
শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৮৩৩ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২ জন।
ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।
একাত্তর/আরএ