সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

মৃত্যুর চার মাস পর আবারও দাফন করা হচ্ছে নাসরুল্লাহকে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর দাফন ২৩ ফেব্রুয়ারি লেবাননে অনুষ্ঠিত হবে। রোববার এক টেলিভিশন ভাষণে তার উত্তরসূরি নাঈম কাশেম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইসরাইলের টানা হামলার কারণে, পরিস্থিতি জটিল থাকায় ধর্মীয় রীতি অনুযায়ী তাকে অস্থায়ীভাবে দাফন করা হয়। 

কাসেম আরও জানান, নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাসেম সাফিয়েদ্দিনের জন্য একইসাথে জানাজার আয়োজন করা হবে। গত বছরের ২৭ সেপ্টেম্বরে ইসরাইলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। নাসরাল্লাহ হত্যার কয়েকদিন পর আরেকটি ইসরাইলি হামলায় সাফিয়েদ্দিন নিহত হন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নাসরুল্লাহকে বৈরুতের উপকণ্ঠে একটি নির্বাচিত স্থানে দাফন করা হবে, যা পুরোনো ও নতুন বিমানবন্দরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। আর, সাফিয়েদ্দিনকে তার নিজ শহর দক্ষিণ লেবাননের দেইর কানউনে দাফন করা হবে বলে জানা যায়।

হিজবুল্লাহ নেতা কাসেম জানান, বৃহৎ জনসমাগমের মাধ্যমে নাসরুল্লাহ ও হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা সাফিয়েদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে এবং মর্যাদার সঙ্গে পুনরায় দাফন সম্পন্ন হবে। প্রথমবারের মতো রোববার নাঈম কাসেম নিশ্চিত করেন, নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে সাফিয়েদ্দিন নির্বাচিত হয়েছিলেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি নিহত হন। তাই সাফিয়েদ্দিনকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দাফন করা হবে।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা জোরদার করে ইসরাইল। ওই হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর অক্টোবর শেষ দিকে নাঈম কাসেমকে প্রধান হিসেবে নির্বাচিত করে হিজবুল্লাহ।

এআরএস
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। ভয়াবহ এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৪২ জন।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা "সব রকমের সম্ভাবনার" জন্য প্রস্তুত এবং "উচ্চ সতর্কতা" বজায় রেখেছে।
ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের একটি গ্রাম থেকে ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরাইল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও গাজার অধিবাসীদের হুমকি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত