যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলেও এর বিনিময়ে যেসব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল, তাদের ছাড়েনি ইসরাইল। এর কারণ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় ‘অপমানজনক অনুষ্ঠান’ বন্ধ না করবে, ততক্ষণ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে।
১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। প্রতি দফায় মুক্তি দেওয়ার সময় জিম্মিদের পদযাত্রার মাধ্যমে মঞ্চে নিয়ে আসেন হামাসের যোদ্ধারা। ইসরাইলের দাবি, হামাস সদস্যরা জিম্মিদেরকে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাতে বাধ্য করেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, প্রতিবার জিম্মিদের মুক্তির সময় হামাস একটি অনুষ্ঠানের আয়োজন করে, যা 'অপমানজনক’। এটা বন্ধ করতে হবে। হামাস বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যার মধ্যে আছে অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং প্রোপাগান্ডার কাজে তাদেরকে ব্যবহার করা, যা খুবই নিন্দনীয়। এ সব কারণে আমরা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টি স্থগিত রাখছি।
তিনি শর্ত দিয়ে বলেন, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাদের ছাড়া হবে না। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের। এই সময়ে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।
নেতানিয়াহুর ঘোষণার আগে হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানৌউ বলেন, পূর্বনির্ধারিত সময়সীমার মধ্যে বন্দিদের মুক্তি নিশ্চিতে ইসরাইলের ব্যর্থতা চুক্তির বড় আকারের লঙ্ঘন। কানৌ চুক্তির মধ্যস্থতাকারীদের আহ্বান জানান ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে, যাতে তারা 'আর কোন ধরনের বাধা বা বিলম্ব ছাড়াই চুক্তির শর্ত পালন করে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে যেসব জীবিত ইসরাইলি জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিলো, তারা সবাই ইতোমধ্যে মুক্তি পেয়েছেন।
সপ্তম দফার জিম্মি-বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার ছয় জিম্মিকে মুক্তি দেয় হামাস। কিন্তু ইসরায়েলের এই দফায় ৬০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি। এই বিষয়টিকে হামাস যুদ্ধবিরতি চুক্তির বড় আকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
মার্চের শুরুতে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। তবে এখনো দ্বিতীয় পর্যায়ের চুক্তি বা যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের আলোচনা শুরু হয়নি। দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য এ অঞ্চলে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানো। তবে এখনো আলোচনা শুরুর বিষয়ে কোনো উদ্যোগে সাড়া দেয়নি ইসরাইল।
যার ফলে ইসরাইলের উদ্দেশ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে। হামাসের অভিযোগ, ইসরাইল সরকার চলমান যুদ্ধ বিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছে না। প্রথম ধাপের মেয়াদ শেষের আগেই আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায় নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা।