আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলের পর শহরটির প্রধান বিমানবন্দরে আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে। দেশ থেকে পালিয়ে যেতে শত শত মানুষ সেখানে ভিড় করছেন।
নিজ দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানের পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। তৈরি হয় প্রচণ্ড বিশৃঙ্খলা।
সোমবার, বিমানবন্দরে হতাহতের ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে মার্কিন উড়োজাহাজ রানওয়েতে উড্ডয়নের সময় সেটির ডানায় বসে আছে মানুষ।
শুধু তাই নয়, আকাশে উড়ন্ত উড়োজাহাজ থেকে পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে আকাশে উঠে উড়োজাহাজের চাকা থেকে খসে পড়েন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর চত্বরে গুলিও ছোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সেনারা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে। এখনো পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি।
বেশিরভাগ বাণিজ্যিক ফ্লাইট বাতিল হবার কারণে বিমানবন্দরে আটকা পড়েছেন বহু বিদেশি নাগরিকের পাশাপাশি বহু আফগান। সবার উদ্দেশ্য একটাই, দ্রুত কাবুল থেকে পালানো।
এখনো কাবুল বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। একে অপরকে পেছনে ফেলে যেভাবেই হোক উড়োজাহাজে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এই পরিস্থিতিতে মার্কিন সেনারা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। কোন বাণিজ্যিক ফ্লাইটের ওঠা নামা বন্ধ রয়েছে।
রোববার সকালে জালালাবাদ দখল নেওয়ার পর, দুপুরের মধ্যে বিনা যুদ্ধে কাবুল দখল করে নেয় তালেবান। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সঙ্গে ৪৫ মিনিট বৈঠকের পরই পদত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তারপর তিনি দেশ ছাড়েন।