সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

তালেবানের বছরে আয় ৪০০ মিলিয়ন ডলার!

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১১:০২ এএম

কাবুল দখল করে আশরাফ ঘানি প্রশাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার পর তালেবান এখন ব্যস্ত সময় পার করছে আফগানিস্তান শাসনের রূপরেখা ও পরিকল্পনা চূড়ান্ত করার কাজে।

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে বের করে দেয়া হয়েছে আগের প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারিকে। সেসব চেয়ার টেবিলে বসতে শুরু করেছে তালেবান কর্মীরা।

প্রায় ২০ বছর পর আবারো আফগান শাসনে ফিরলেও, তালেবান ভালো করেই জানে, তাদের আসল পরীক্ষা সবে শুরু। বিশাল জনগোষ্ঠির দুই বেলার আহার নিশ্চিত করতে হবে তাদের।

শুধু খাদ্যই নয়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার গুরু দায়িত্ব তালেবানের সামনে।

image


কাজটা যে সহজ হবে না, সেটি ভালো করেই জানে তারা। গোট বিশ্ব থেকে খুব বেশি সাহায্য ও সহায়তা তারা পাবে না। দাতা গোষ্ঠি তো এরিমধ্যে হাত গুটিয়ে নিয়েছে।

তাহলে কি করে সামাল দেবে সব, কোথা থেকে টাকা পাবে তালেবান। এসব প্রশ্ন যখন সামনে আসছে তখন চমকে দেয়ার মতো তথ্য দিয়েছে ফোর্বস সাময়িকী।

আরও পড়ুন: রাতে পদ্মায় যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ফোবর্সের এক পরিসংখ্যান বলছে, মোটেও গরীব সংগঠন নয় তালেবান। আফগানিস্তান শাসন করার জন্য প্রাথমিক টাকা-পায়সার অভাব হবে না তাদের।

কারণ, বছরে নাকি প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হাতে আসে তাদের। ফলে তালেবানের কোষাগারে বিলিয়ন ডলার থাকলেও অবাক হবার কিছু থাকবে না।

২০১৬ সালে তালেবানের অর্থভাণ্ডার নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিলো ফোর্বস। সেখানেই উঠে আসে চমকপ্রদ বেশ কয়েকটি তথ্য। জানা যায় তালেবানের আয়ের উৎস।

সাধারণভাবে ধারণা করা হতো, তালেবান চলে মাদক বিক্রি আর চোরাচালানের টাকায়। কিন্তু, আর যাই হোক এসব অর্থে এতো বড় সংগঠন চলে না, সেটা জানেন অর্থনীতিবিদেরা।

ফোর্বসের সেই সমীক্ষা জানাচ্ছে, বিশ্বের ১০টি জঙ্গি সংগঠনের মধ্যে সম্পদশালী হিসেবে তালেবানের স্থান পঞ্চম। শীর্ষে রয়েছে আইএস। 

image


মধ্যপ্রাচ্যে ইরাক-সিরিয়াভিক্তিক জঙ্গি সংগঠন আইএস’র বার্ষিক আয় দুই বিলিয়ন ডলার। আর তালেবানের বার্ষিক আয় ৪০০ মিলিয়ন ডলারের আশেপাশে।

কমপক্ষে ছয়টি খাত থেকে টাকা আসে তালেবানের অর্থভান্ডারে। বিদেশি বন্ধুদের কাছ থেকে পাওয়া নগদ সহায়তা, চোরাচালান, খনন কাজ, আবাসন, রপ্তানি ও রাজস্ব আদায়, এই ছয়টি খাত থেকে টাকা পায় তালেবান। সবচেয়ে বেশি আসে খনন কাজ ও মাদক পাচার থেকে।

প্রতি বছর অর্থভান্ডার ফুলেফেঁপে উঠায় বদলে গেছে তালেবানের জীবন-যাপনও। পুরনো অস্ত্রের বদলে তাদের কাছে ঝকঝকে পশ্চিমা অস্ত্র। পরছে নতুন পোশাক। অভাব নেই খাদ্যেরও। 

একাত্তর/আরএইচ

পাকিস্তানের অনলাইন মিডিয়া চ্যানেল ‘রাফতার’র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ফারহান মল্লিককে রাষ্ট্রদ্রোহী পোস্ট ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার আদালতে তোলা হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) ২০২৪ সালকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসাবে অভিহিত করেছে।
ক্রমাগত চীনের প্রভাব বাড়ছে জার্মানির শিল্পখাতে। চীন শুধু জার্মানির ফল্কসভাগেন, মার্সিডিজের মতো গাড়ির বাজারে প্রতিদ্বন্দ্বিতা করেই থেমে থাকেনি। কেমিক্যাল ও প্রকৌশল খাতেও বাড়ছে চীনের উপস্থিতি।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গেলো মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় আবারও নির্বিচার গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। টানা চারদিনের হামলায় অন্তত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শতাধিকই...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত